স্ত্রীয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর পেতেই চরম পদক্ষেপ স্বামীর

Last Updated:

স্ত্রীয়ের সঙ্গে পাড়ার অপর ব্যক্তির বিবাহবহির্ভুত সম্পর্ক রয়েছে ৷ ঘটনাটি জানতে পেরেই অভিযুক্ত ব্যক্তিকে বিষয়টি সম্পর্কে সাবধান করতে যান স্বামী ৷

#বনগাঁ: স্ত্রীয়ের সঙ্গে পাড়ার অপর ব্যক্তির বিবাহবহির্ভুত সম্পর্ক রয়েছে ৷ ঘটনাটি জানতে পেরেই অভিযুক্ত ব্যক্তিকে বিষয়টি সম্পর্কে সাবধান করতে যান স্বামী ৷ আর তাতেই চরম বিপত্তি বাধে ৷ ধারাল অস্ত্র দিয়ে বিশ্বজিৎ মোদক এবং তার ছেলেকে কোপানোর চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি অঘোর বিশ্বাস ৷ ঘটনাটি ঘটে বনগাঁ থানার ধরমপুকুরে ৷ এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় বিশ্বজিত এবং তার ছেলেকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
বিশ্বজিৎ মোদক পেশায় চা ব্যবসায়ী ৷ স্থানীয় বাজারে তার চায়ের দোকান রয়েছে । বৃহস্পতিবার বিকেলে অঘোর দোকানে চা খেতে এলে তাকে দোকান থেকে চলে যেতে বলে বিশ্বজিত ৷ অপমানিত হয়ে দোকান থেকে চলে যায় অভিযুক্ত ব্যক্তি অঘোর ৷ রাতে অঘোরের বাড়িতে যান বিশ্বজিত ৷ এরপরই ঘটে বিপত্তি ৷
advertisement
advertisement
অভিযোগ, সে সময় অঘোর আচমকাই ধারাল অস্ত্রি দিয়ে বিশ্বজিতকে আঘাত করে ৷ এদিকে বাবার আসতে দেরি হওয়ায় ওই বাড়িতে গিয়ে পৌঁছায় বিশ্বজিতের ছেলে ৷ বাবাকে কোপাতে দেখে বাধা দিতে যায় সে ৷ তখন সেই ধারাল অস্ত্রের আঘাত লাগে তারও ৷ এরপর চিৎকার-চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা ৷ উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অঘোর বিশ্বাসের বাড়ি গিয়ে ভাঙচুর চালায় ৷ ১০০ টি ধানের বস্তা জলে ফেলে দেয় । পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে এসে পৌছায় বনগাঁ থানার পুলিশ ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রীয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর পেতেই চরম পদক্ষেপ স্বামীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement