স্ত্রীয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর পেতেই চরম পদক্ষেপ স্বামীর

Last Updated:

স্ত্রীয়ের সঙ্গে পাড়ার অপর ব্যক্তির বিবাহবহির্ভুত সম্পর্ক রয়েছে ৷ ঘটনাটি জানতে পেরেই অভিযুক্ত ব্যক্তিকে বিষয়টি সম্পর্কে সাবধান করতে যান স্বামী ৷

#বনগাঁ: স্ত্রীয়ের সঙ্গে পাড়ার অপর ব্যক্তির বিবাহবহির্ভুত সম্পর্ক রয়েছে ৷ ঘটনাটি জানতে পেরেই অভিযুক্ত ব্যক্তিকে বিষয়টি সম্পর্কে সাবধান করতে যান স্বামী ৷ আর তাতেই চরম বিপত্তি বাধে ৷ ধারাল অস্ত্র দিয়ে বিশ্বজিৎ মোদক এবং তার ছেলেকে কোপানোর চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি অঘোর বিশ্বাস ৷ ঘটনাটি ঘটে বনগাঁ থানার ধরমপুকুরে ৷ এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় বিশ্বজিত এবং তার ছেলেকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
বিশ্বজিৎ মোদক পেশায় চা ব্যবসায়ী ৷ স্থানীয় বাজারে তার চায়ের দোকান রয়েছে । বৃহস্পতিবার বিকেলে অঘোর দোকানে চা খেতে এলে তাকে দোকান থেকে চলে যেতে বলে বিশ্বজিত ৷ অপমানিত হয়ে দোকান থেকে চলে যায় অভিযুক্ত ব্যক্তি অঘোর ৷ রাতে অঘোরের বাড়িতে যান বিশ্বজিত ৷ এরপরই ঘটে বিপত্তি ৷
advertisement
advertisement
অভিযোগ, সে সময় অঘোর আচমকাই ধারাল অস্ত্রি দিয়ে বিশ্বজিতকে আঘাত করে ৷ এদিকে বাবার আসতে দেরি হওয়ায় ওই বাড়িতে গিয়ে পৌঁছায় বিশ্বজিতের ছেলে ৷ বাবাকে কোপাতে দেখে বাধা দিতে যায় সে ৷ তখন সেই ধারাল অস্ত্রের আঘাত লাগে তারও ৷ এরপর চিৎকার-চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা ৷ উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অঘোর বিশ্বাসের বাড়ি গিয়ে ভাঙচুর চালায় ৷ ১০০ টি ধানের বস্তা জলে ফেলে দেয় । পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে এসে পৌছায় বনগাঁ থানার পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রীয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর পেতেই চরম পদক্ষেপ স্বামীর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement