Home /News /south-bengal /

বৌমার জন্য শৌচাগার চান শাশুড়ি, মায়ের সঙ্গে বিরোধে আত্মঘাতী ছেলে

বৌমার জন্য শৌচাগার চান শাশুড়ি, মায়ের সঙ্গে বিরোধে আত্মঘাতী ছেলে

প্রতীকী চিত্র ৷

প্রতীকী চিত্র ৷

ঝগড়ার জেরে সোমবার রাতেই মাঠের মধ্যে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় দিন মজুর সফিক সেখ।

  • Share this:

    #কেতুগ্রাম: বাড়িতে শৌচাগার গড়া নিয়ে মায়ের সঙ্গে মতবিরোধের জেরে বিষ খেয়ে আত্মঘাতী হল ছেলে। কেতুগ্রামের চাকটা গ্রামের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। গ্রামের মাঠ থেকে আজ সকালে সফিক সেখের(৩০) মৃতদেহ উদ্ধার হয় ৷ এরপর তাঁকে ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠায় কেতুগ্রাম থানার পুলিশ। মৃত যুবকের আত্মীয় আবসার সেখ জানায়, বাড়িতে শৌচালয় গড়া নিয়ে মা- ছেলের মধ্যে বাদানুবাদ হয়। মা ফুলকলি বিবির ইচ্ছা বৌমার জন্য বাড়িতে শৌচালয় তৈরি করা হোক ৷ কিন্তু ছেলের ইচ্ছা পরে শৌচালয় তৈরি করা হবে। কয়েকমাস হল সফিকের বিয়ে হয়েছিল। এই নিয়ে ঝগড়ার জেরে সোমবার রাতেই মাঠের মধ্যে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় দিন মজুর সফিক সেখ।

    First published:

    Tags: Ketugram, Suicide

    পরবর্তী খবর