স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক, স্ত্রীর প্রেমিককে গলা টিপে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল স্বামী!

Last Updated:
#হালিশহর: হালিশহর ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন ভাগাড়ে জলের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে রহস্যের কিনারা করল বীজপুর থানার পুলিশ। মৃত যুবকের নাম মিলন খাঁ(২০) ৷ বাবা মলয় খাঁ কাঞ্চননগর ধানতলা বর্ধমান সদরের বাসিন্দা।
দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রেম চলছিল হালিশহর লক্ষ্ণী নারায়ণ পল্লীর বাসিন্দা সোনালী হালদারের (২১) সঙ্গে ৷ কিছুদিন আগে সোনালীর স্বামী সৌমিত্র হালদার স্ত্রীর এই সম্পর্কের কথা জেনে যাওয়ায় সংসারে অশান্তি শুরু হয় ৷ দীর্ঘদিন ধরে ফোনে মিলন খাঁকে বোঝাতে থাকে সোনালীর স্বামী সৌমিত্র হালদার।
গত ২৬ তারিখ মিলন বর্ধমান থেকে চলে আসে হালিশহরে ৷ বারবার বলা সত্ত্বেও মিলন হালিশহর থেকে যেতে না চাইলে রাত সাড়ে ৮টা নাগাদ মিলনকে গলা টিপে খুন করে সৌমিত্র ৷ এরপরেই ফেলে দেয় ভাগাড়ের ওই সেপটিক ট্যাঙ্কে। বীজপুর থানার পুলিশ তদন্তে নামে ৷ অবশেষে গ্রেপ্তার হয় ওই দম্পতি। আজ তাদের ব্যারাকপুর মহাকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক, স্ত্রীর প্রেমিককে গলা টিপে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল স্বামী!
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement