#হলদিয়া:
পারিবারিক অশান্তির জের। নিজের স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রাগে অগ্নিশর্মা স্বামী এর পর নিজের যৌনাঙ্গ কেটে আত্মহতার চেষ্টা করে। আহত অবস্থায় পুলিশ খুনে অভিযুক্ত স্বামীকে হাসপাতালে ভর্তি করেছে। বুধবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে হলদিয়ার সুতাহাটা থানার বেগনাবেড়িয়া গ্রামে। মৃত স্ত্রীর নাম নীলিমা সামন্ত (৪৮)।স্বামী যুধিষ্ঠির সামন্ত আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে বেশ কয়েকদিন ধরেই বিরক্ত ছিলেন ওই মহিলার স্বামী। প্রবল অশান্তির মধ্যেই ছিলেন সামন্ত দম্পতি। দিনের পর দিন ধরে ঝগড়াঝাটি চলছিল স্বামী-স্ত্রীর মধ্যে। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, এদিন সন্ধ্যায় স্বামী বাড়ি ফিরে আসার পর থেকেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে দুজনে। উচ্চস্বরে দুজনের মধ্যে বাকবিতন্ডা চলতে থাকে। ঝগড়ার মধ্যেই স্ত্রীকে খুনের হুমকি দিতে থাকে অভিযুক্ত স্বামী।
ঝগড়া ও হুমকি দেওয়ার মাঝেই ধারালো অস্ত্র হাতে নিয়ে স্ত্রীর গলায় কোপ লাগায় স্বামী। সঙ্গে সঙ্গেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে স্ত্রী এবং মারাও যান। স্ত্রীর মৃত্যু দেখেই হাতের অস্ত্র দিয়ে নিজের যৌনাঙ্গ কাটে স্বামী যুধিষ্ঠির সামন্ত। স্থানীয়রা পুলিশকে খবর দিলে সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আহত অবস্থায় পুলিশই তাঁকে হাসপাতালে ভর্তি করে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Haldia, Husband murdered wife, Killed