হোম /খবর /দক্ষিণবঙ্গ /
রাগের বশে সব শেষ, স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীরও ভয়ঙ্কর পরিণতি, শেষরক্ষা হল না

রাগের বশে সব শেষ, স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীরও মর্মান্তিক পরিণতি, শেষরক্ষা হল না

হাসপাতালে মর্গের ছবি

হাসপাতালে মর্গের ছবি

Burning case: স্বামী-স্ত্রীর ঝামেলা। রাগের মাথায় সব শেষ! এক মিনিটে ঘটে গেল সর্বনাশ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

খানাকুল: অগ্নিদগ্ধ স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামীও পুড়লেন আগুনে। তবুও শেষ রক্ষা হল না। হাসপাতালে মৃত্যু হয় স্ত্রীর।

রাগের মাথায় চলে গেল তরতাজা প্রাণ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের কেটেদলে। মৃত স্ত্রীর নাম রুপা সিং (২৮ )। তাঁর স্বামী রাখাল সিং। পেশায় তিনি ট্রলি চালক।

স্থানীয় এলাকার মানুষজনেরা অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে আরামবাগ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে রুপা দেবীর মৃত্যু হয়। গোটা ঘটনা নিয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন- অস্থায়ী চাকরি বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়, নেতাকে বাঁধা হল গাছে! তারপর? জানুন

উল্লেখ্য, শনিবার স্বামীর সঙ্গে অশান্তি হয় তাঁর। আস্তে আস্তে তাঁদের দুজনের অশান্তি চরম পর্যায়ে ওঠে। শেষমেষ রুপা নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। আর তাঁকে বাঁচাতে গিয়েই অগ্নিদগ্ধ হন রাখাল বাবু।

পরিবারের সদস্যরা বলেন, পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটেছে। তাঁদের দুজনের প্রায়দিনই সংসারের ঝগড়া হত। আর সেই কারণে নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগান বলে জানিয়েছেন।

আরও পড়ুন- হাইওয়েতে পর পর দুর্ঘটনা, কী করে বন্ধ করা যায়? আলোচনায় ইনসিডেন্ট ম্যানেজার

ঘটনার খবর পৌঁছয় খানাকুল থানায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

Suvojit Ghosh

Published by:Suman Majumder
First published:

Tags: Burn