হোম /খবর /দক্ষিণবঙ্গ /
স্ত্রীকে পছন্দ না থাকায়, খুনের পরিকল্পনা- গ্রেফতার স্বামী বহরমপুরে

স্ত্রীকে পছন্দ না থাকায়, খুনের পরিকল্পনা- গ্রেফতার স্বামী বহরমপুরে

স্ত্রীকে অপহরণ করে খুনের চেষ্টার ঘটনায় অবশেষে গ্রেফতার হলো স্বামী।

  • Share this:

#বহরমপুর: স্ত্রীকে অপহরণ করে খুনের চেষ্টার ঘটনায় অবশেষে গ্রেফতার হলো স্বামী। ধৃত  স্বামীর নাম শামীম আহমেদ। সোমবার বহরমপুর থেকে বাজার করে ফেরার সময় তিন দুষ্কৃতী স্ত্রী আয়েশা সিদ্দিকাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করে। মঙ্গলবার সকালে ওই মহিলাকে পাওয়া যায় আহত অবস্থায়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন ওই মহিলা।পরিবার থেকে অভিযোগ করা হয়েছিল তিন যুবক আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এর পরে পুলিশ তদন্ত করে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে। বুধবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের জেরায় স্বীকার করেছে, বছরখানেক আগে বিয়ে হলেও এই বিয়েতে তার মত ছিল না। সেই কারণেই সে খুন করার পরিকল্পনা নেয়। পুলিশ সুপার কে শাবেরী রাজকুমার বলেন, এক সপ্তাহ আগেই খুনের পরিকল্পনা করেছিল স্বামী। শামীম আহমেদ ও  বন্ধু সাবির উদ্দিন মিলে স্ত্রীকে খুন করার পরিকল্পনা করেছিল। গলা কেটে সে মারা গেছে বলে  ফেলে দিয়ে এসেছিল। আমরা তাকে জেরা করে আরো তথ্য জানার চেষ্টা করছি।

Published by:Akash Misra
First published:

Tags: Baharampur