স্বামীর অবৈধ সম্পর্কে বাধা, ৯ মাসের গর্ভবতী বধূকে পুড়িয়ে মারল পরিবার
Last Updated:
ঘটনায় নানুর থানার পুলিশ শাশুড়িকে গ্রেফতার করলেও অধরা অমল মেটে ও লক্ষ্মীর শ্বশুর ।
#নানুর: নয় মাসের গর্ভবতী অবস্থায় এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল জামাই অমল মেটে ও তাঁর পরিবারের বিরুদ্ধে। বিয়ে হওয়ার পরেও অমলের একটি অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ। সেই ঘটনা জানতে পেরেই গৃহবধূ লক্ষী মেটে প্রতিবাদ শুরু করেন ৷ প্রায় দিনই মদ খেয়ে লক্ষ্মীকে মারধোর করত অমল । গতকাল রাত্রে তা চরমসীমায় পৌঁছায় ৷ এরপরেই গায়ে আগুন ধরিয়ে মেরে ফেলা হয় লক্ষ্মীকে ৷ প্রথমে মারধর করে, পরে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে এলে তাঁকে ডাক্তারে মৃত বলে ঘোষণা করেন । ঘটনাটি ঘটেছে নানুর থানার মোহনপুর গ্রামে। ঘটনায় নানুর থানার পুলিশ শাশুড়িকে গ্রেফতার করলেও অধরা অমল মেটে ও লক্ষ্মীর শ্বশুর ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 18, 2019 8:58 PM IST