Yusuf Pathan in Berhampore: মান-অভিমানের পালা শেষ, ক্রিকেট তারকা ইউসুফ পাঠানের হয়ে বহরমপুরে ভোটের প্রচারে হুমায়ুন কবীর
- Published by:Teesta Barman
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Yusuf Pathan in Berhampore: সকলেরই বিশ্বাস, আগামী দিনে ইউসুফ পাঠানের মাধ্যমেই বহরমপুরের মানুষের কণ্ঠ সংসদে পৌঁছে যাবে। আজ দুপুরে টেক্সটাইল কলেজ মোড়ে আসবেন ইউসুফ পাঠান।
বহরমপুর: আজই এই লোকসভা কেন্দ্রে আসছেন ইউসুফ পাঠান, তার আগে বহরমপুরের দেওয়াল ভরল তৃণমূলের গ্রাফিতিতে৷ প্রচারে নামবেন বলে কথা দিলেন হুমায়ুন কবীর। মঙ্গল সন্ধ্যায় অভিষেক বন্দোপাধ্যায় কথা বলেন ভরতপুরের বিধায়কের সঙ্গে। তারপরেই অভিমান ভুলে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামবেন বলে জানিয়ে দিলেন হুমায়ুন কবীর।
তিনি পাঠানের হয়ে প্রচারে নামবেন। বিদ্রোহে ইতি। দলীয় প্রার্থীর সমর্থনে আজ প্রচারে নামছেন তিনি। ভরতপুরের তৃণমূল বিধায়ক অবশ্য অভিমান গোপন রাখেননি। তিনি জানিয়েছেন, ‘‘দল কাকে কোথায় প্রার্থী করবে সেটা সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়। সেখানে আমার কথা বলার এক্তিয়ার নেই। কিন্তু ব্রিগেডের আগে যদি আমাদের ডেকে নেতৃত্ব বলে দিতেন যে অমুককে প্রার্থী করছি, তা হলে খারাপ লাগাটা তৈরি হত না।’’
advertisement
আরও পড়ুন: ২১ মার্চ, আজ ভাগ্য প্রসন্ন আপনার! কাদের হাতে টাকা আসবে, কারা হবেন কাঙাল? রাশি মিলিয়ে জানুন
advertisement
আজ, বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে আসছেন এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান। তাঁর এই সফর ঘিরে উচ্ছ্বসিত বহরমপুরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেখা গেল দেওয়ালজোড়া গ্রাফিতি আঁকতে। আগামী ১৩ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মী থেকে শুরু করে আমজনতা, সকলেরই একটাই বক্তব্য, প্রিয় ক্রিকেটারের অপেক্ষায় তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
advertisement
প্রসঙ্গত, ইউসুফ পাঠান ভারতের জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও সদস্য ছিলেন। ইউসুফের আসন্ন সফর নিয়ে উত্তেজনায় ফুটছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয়ও। আজ সকালেও উত্তেজনার সেই ছবিটা ছিল স্পষ্ট। সকলেরই বিশ্বাস, আগামী দিনে ইউসুফ পাঠানের মাধ্যমেই বহরমপুরের মানুষের কণ্ঠ সংসদে পৌঁছে যাবে। আজ দুপুরে টেক্সটাইল কলেজ মোড়ে আসবেন ইউসুফ পাঠান। তারপর তিনি জনসংযোগ সারবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2024 11:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Yusuf Pathan in Berhampore: মান-অভিমানের পালা শেষ, ক্রিকেট তারকা ইউসুফ পাঠানের হয়ে বহরমপুরে ভোটের প্রচারে হুমায়ুন কবীর