East Bardhaman: এবার মৌনব্রত পালনের কৌশল হুমায়ুনের, উত্তর দিতে নারাজ! বাবা-মাকে খুনের পর এবার কোন পথে?

Last Updated:

সোমবার বর্ধমান আদালতে বিচারকের কাছে জবানবন্দি দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সে। আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে। ২৩জুন তাকে ফের আদালতে হাজির করতে বলেছে আদালত।

এবার মৌনব্রত পালনের কৌশল হুমায়ুনের, বাবা মাকে খুনের পর কোনও অনুশোচনা নেই তার
এবার মৌনব্রত পালনের কৌশল হুমায়ুনের, বাবা মাকে খুনের পর কোনও অনুশোচনা নেই তার
বর্ধমান: এবার মৌনব্রত পালন শুরু করল বাবা-মা খুনে অভিযুক্ত হুমায়ুন কবীর। পুলিশি জেরার পছন্দসই প্রশ্নের উত্তর দিচ্ছে ইংরেজিতে, হাতে লেখা চিরকুটে। ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিতে নারাজ সে।সাতদিনের জন্য হুমায়ুনকে হেফাজতে নিয়েছিল মেমারি থানার পুলিশ। পাঁচ দিনের মাথায় তাকে বর্ধমান আদালতে তুলল পুলিশ। আদালতেও সে চুপ থেকে চিরকুটে লিখে উত্তর দিয়েছে। জানা গিয়েছে, মেমারি থানায় পুলিশের জেরার মুখে টুঁ শব্দটি করেনি হুমায়ুন। লিখিতভাবে হুমায়ুন জানায়, বাষট্টি দিন মৌন থাকার সিদ্ধান্ত নিয়েছে সে। তাই সে সব কিছু লিখিতভাবে জানাবে।
সোমবার বর্ধমান আদালতে বিচারকের কাছে জবানবন্দি দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে সে। আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে। ২৩জুন তাকে ফের আদালতে হাজির করতে বলেছে আদালত। সোমবার মধ্যরাতে হুমায়ুনকে সঙ্গে নিয়ে বাবা মা খুনের পুনর্নির্মাণ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিকনস্ট্রাকশনের সময়ে বাড়িতে গিয়েও হুমায়ুন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। বাবা মাকে খুন করার জন্য বিন্দুমাত্র অনুতাপ দেখা যায়নি তার মধ্যে। তার বক্তব্য, বাবা মা দোষ করেছিল। তাই তাদের খুন করেছি। তাঁরা যে শাস্তি পেয়েছেন তা সবাইকে দেখাতেই ঘর থেকে তাঁদের মৃতদেহ রাস্তায় নিয়ে গিয়েছিল হুমায়ুন।
advertisement
advertisement
খুনে ছুরি ছাড়াও সূচালো একটি অস্ত্র ব্যবহার করেছিল সে। ওই ছুরি নিয়েই সে বনগাঁ চলে গিয়েছিল। সেখানের একটি এতিমখানায় সেই ছুরি দিয়ে বেশ কয়েক জনের ওপর হামলা চালায় সে। পরে বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ছুরিটি বাজেয়াপ্ত করে। এখন ছুরি ছাড়াও যে সূচালো অস্ত্র হুমায়ুন ব্যবহার করেছিল তার হদিশ পেতে চাইছে মেমারি থানার পুলিশ। মৌনব্রতর কৌশল নিয়ে সে পুলিশের জেরা এড়াতে চাইছে, এমনই মত তদন্তকারী পুলিশ অফিসারদের একাংশের। থানার লক আপে সে বিভিন্ন বই, খাতা পেন, খবরের কাগজ চেয়ে নাজেহাল করে ছেড়েছে। তার ওপর নজরদারির জন্য বারো জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: এবার মৌনব্রত পালনের কৌশল হুমায়ুনের, উত্তর দিতে নারাজ! বাবা-মাকে খুনের পর এবার কোন পথে?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement