Memari Couple Murder: ছেলের হাতে ছুরি, দেখেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মা! মেমারি কাণ্ডে খুনে ছেলের চাঞ্চল্যকর দাবি

Last Updated:

মেমারি থানার পুলিশের জেরায় ধৃত হুমায়ুন জানিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ বাবা-মায়ের ঘরে ঢোকে সে৷

মেমারিতে বাবা-মাকে হত্যার অভিযোগে ধৃত হুমায়ুন কবীর৷
মেমারিতে বাবা-মাকে হত্যার অভিযোগে ধৃত হুমায়ুন কবীর৷
বর্ধমান: মেমারিতে জোড়া হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়৷ জেরায় ধৃত হুমায়ুন স্বীকার করল প্রথমে মাকে খুন করার পরই বাবাকে খুন করেছিল সে৷ এমন কি, তার হাতে ছুরি দেখে মা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, সেকথাও স্বীকার করেছে হুমায়ুন৷ যদিও হুমায়ুনের দাবি, শুধু বাবাকেই খুনের পরিকল্পনা ছিল তার৷ কিন্তু বাবাকে খুনের আগে মা তাকে দেখে ফেলার কারণেই প্রথমে মাকে খুন করে সে৷
গত বুধবার পূর্ব বর্ধমানের মেমারিতে বাড়ির সামনে থেকে এই দম্পতির গলার নলি কাটা দেহ উদ্ধার হয়৷ এই ঘটনায় বনগাঁ থেকে গ্রেফতার করা হয় ওই দম্পতির ছেলে হুমায়ুনকে৷ বাবা-মাকে খুন করার পর উত্তর চব্বিশ পরগণার বনগাঁয় এসে বেশ কয়েকজনের উপরে ছুরি দিয়ে হামলা চালায় সে৷ বনগাঁ থেকেই গ্রেফতার করা হয় হুমায়ুনকে৷
advertisement
advertisement
মেমারি থানার পুলিশের জেরায় ধৃত হুমায়ুন জানিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ বাবা-মায়ের ঘরে ঢোকে সে৷ বাবাকে মারারই পরিকল্পনা করেছিল হুমায়ুন৷ কিন্তু তার ঘরে ঢোকার শব্দে মা জেগে যান মা মমতাজ পরভিন৷ ছেলের হাতে ছুরি দেখে স্তম্ভিত হয়ে যান তিনি৷ তখনই গলার নলি কেটে মাকে প্রথমে খুন করে বছর ৩৫-এর হুমায়ুন৷ এর পরই বাবা মুস্তাফিজুরকে খুন করে সে৷
advertisement
হুমায়ুন জেরায় স্বীকার করেছে, বাবা মাকে খুনের পর সে নিজেই দুটি দেহ টানতে টানতে বাড়ির সামনে রাস্তায় গিয়ে গিয়ে ফেলেছিল৷ বাবা-মায়ের বুকের উপরে তাঁদের মোবাইল ফোনও রেখে দেয় সে৷ কিন্তু কেন মৃতদেহ দুটি রাস্তায় টেনে আনল সে? তদন্তকারীদের অনুমান, বাবা মায়ের দেহ সম্ভবত পাশের পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল হুমায়ুনের৷ এ বিষয়ে হুমায়ুনকে আরও জেরা করছে মেমারি থানার পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Memari Couple Murder: ছেলের হাতে ছুরি, দেখেই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মা! মেমারি কাণ্ডে খুনে ছেলের চাঞ্চল্যকর দাবি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement