Duttapukur blast: কলাবাগানে মুণ্ডু, পুকুরে মিলল দেহ! ২৪ ঘণ্টা পরেও দত্তপুকুরে শিউরে ওঠা দৃশ্য

Last Updated:

যেখানে বিস্ফোরণ ঘটে, তার পিছন দিকে প্রায় ৩০ মিটার দূরে এ দিন সকালে উদ্ধার হয় আরও একটি দেহ৷ ৫০ মিটার দূরে কলাবাগানে মিলেছে একজনের মুণ্ডু৷

এভাবেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্ফোরণস্থল৷ ছবি- জিয়াউল আলম
এভাবেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্ফোরণস্থল৷ ছবি- জিয়াউল আলম
দত্তপুকুর: রবিবার সকালে বিস্ফোরণের পর প্রায় চব্বিশ ঘণ্টা কেটে গিয়েছে। তার পরেও দত্তপুকুরের নীলগঞ্জের বিস্ফোরণস্থলে এখনও ধ্বংসস্তূপের ভিতরে পড়ে রয়েছে মানুষের কাটা হাত, পায়ের পাতা৷ কলাবাগানের মধ্যে পড়ে রয়েছে মুণ্ডু৷ আজই ঘটনাস্থলে যাওয়ার কথা ফরেন্সিক দলের৷ ঘটনাস্থলে যাবে সিআইডি-ও৷ পাশাপাশি, এলাকার একটি পুকুরের মধ্যে থেকেও এ দিন সকালে উদ্ধার হয়েছে একটি দেহ৷
ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, এ দিন সকালেও ঘটনাস্থলে গিয়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে৷ যেখানে বিস্ফোরণ ঘটে, তার পিছন দিকে প্রায় ৩০ মিটার দূরে এ দিন সকালে উদ্ধার হয় আরও একটি দেহ৷ ৫০ মিটার দূরে কলাবাগানে মিলেছে একজনের মুণ্ডু৷ প্রায় ৮০ মিটার দূরে ধ্বংসস্তূপের মধ্যে মিলেছে কাটা হাত!
নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গতকাল রাতেই একজনকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ৷ অভিযুক্তের নাম সফিকুল ইসলাম৷ সফিকুল এই বাজি ব্যবসার অন্যতম অংশীদার ছিল বলে পুলিশ সূত্রে খবর৷ ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত কেরামতের ঘনিষ্ঠও ছিল সফিকুল৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রায় ২০০ কেজির মতো নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
advertisement
advertisement
গতকাল দত্তপুকুরের নীলগঞ্জের বাজি কারখানার এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কয়েকজন৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, কংক্রিটের বাড়ির ছাদ উড়ে গিয়ে পাশের বাড়ির উপরে পড়ে৷ ঘটনাস্থলে রীতিমতো ল্যাবরেটরি তৈরি করে বাজি তৈরি হচ্ছিল৷ শুধু শব্দবাজি, নাকি বাজি কারখানার আড়ালে বোমাও তৈরি হত ওই কারখানায়, ভয়াবহ বিস্ফোরণের পর সেই প্রশ্নও উঠছে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duttapukur blast: কলাবাগানে মুণ্ডু, পুকুরে মিলল দেহ! ২৪ ঘণ্টা পরেও দত্তপুকুরে শিউরে ওঠা দৃশ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement