Duttapukur blast: কলাবাগানে মুণ্ডু, পুকুরে মিলল দেহ! ২৪ ঘণ্টা পরেও দত্তপুকুরে শিউরে ওঠা দৃশ্য

Last Updated:

যেখানে বিস্ফোরণ ঘটে, তার পিছন দিকে প্রায় ৩০ মিটার দূরে এ দিন সকালে উদ্ধার হয় আরও একটি দেহ৷ ৫০ মিটার দূরে কলাবাগানে মিলেছে একজনের মুণ্ডু৷

এভাবেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্ফোরণস্থল৷ ছবি- জিয়াউল আলম
এভাবেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্ফোরণস্থল৷ ছবি- জিয়াউল আলম
দত্তপুকুর: রবিবার সকালে বিস্ফোরণের পর প্রায় চব্বিশ ঘণ্টা কেটে গিয়েছে। তার পরেও দত্তপুকুরের নীলগঞ্জের বিস্ফোরণস্থলে এখনও ধ্বংসস্তূপের ভিতরে পড়ে রয়েছে মানুষের কাটা হাত, পায়ের পাতা৷ কলাবাগানের মধ্যে পড়ে রয়েছে মুণ্ডু৷ আজই ঘটনাস্থলে যাওয়ার কথা ফরেন্সিক দলের৷ ঘটনাস্থলে যাবে সিআইডি-ও৷ পাশাপাশি, এলাকার একটি পুকুরের মধ্যে থেকেও এ দিন সকালে উদ্ধার হয়েছে একটি দেহ৷
ভয়াবহ বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল, এ দিন সকালেও ঘটনাস্থলে গিয়ে তা স্পষ্ট হয়ে গিয়েছে৷ যেখানে বিস্ফোরণ ঘটে, তার পিছন দিকে প্রায় ৩০ মিটার দূরে এ দিন সকালে উদ্ধার হয় আরও একটি দেহ৷ ৫০ মিটার দূরে কলাবাগানে মিলেছে একজনের মুণ্ডু৷ প্রায় ৮০ মিটার দূরে ধ্বংসস্তূপের মধ্যে মিলেছে কাটা হাত!
নীলগঞ্জে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গতকাল রাতেই একজনকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ৷ অভিযুক্তের নাম সফিকুল ইসলাম৷ সফিকুল এই বাজি ব্যবসার অন্যতম অংশীদার ছিল বলে পুলিশ সূত্রে খবর৷ ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত কেরামতের ঘনিষ্ঠও ছিল সফিকুল৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে প্রায় ২০০ কেজির মতো নিষিদ্ধ শব্দবাজি ও বাজি তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
advertisement
advertisement
গতকাল দত্তপুকুরের নীলগঞ্জের বাজি কারখানার এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কয়েকজন৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, কংক্রিটের বাড়ির ছাদ উড়ে গিয়ে পাশের বাড়ির উপরে পড়ে৷ ঘটনাস্থলে রীতিমতো ল্যাবরেটরি তৈরি করে বাজি তৈরি হচ্ছিল৷ শুধু শব্দবাজি, নাকি বাজি কারখানার আড়ালে বোমাও তৈরি হত ওই কারখানায়, ভয়াবহ বিস্ফোরণের পর সেই প্রশ্নও উঠছে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duttapukur blast: কলাবাগানে মুণ্ডু, পুকুরে মিলল দেহ! ২৪ ঘণ্টা পরেও দত্তপুকুরে শিউরে ওঠা দৃশ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement