Festival: সং সেজে আনন্দদান, মানব ঝুলনে মাতলেন এখানকার বাসিন্দারা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Festival: মুর্শিদাবাদ জেলার প্রাচীন এক লোক সংস্কৃতি সং সাজা। সং সাজা বলতে কৌতুক অভিনেতাদের মত পোশাক পড়া বোঝায়
মুর্শিদাবাদ: বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য হল সং সাজা। গ্রাম বাংলার মানুষেরা সং সেজে এলাকাবাসীদের মনোরঞ্জন করতেন। কিন্তু বর্তমানে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই প্রাচীন সংস্কৃতি। বর্তমানে মুঠোফোনের দুনিয়ায় হারাতে বসেছে এই গ্রাম বাংলার সং সাজা। এরই মধ্যে শহর বহরমপুরের হরিদাস বাটি এলাকায় দেখা গেল বাংলার এই বহু প্রাচীন সংস্কৃতিকে। যা আজও বর্তমান। ফলে মানব ঝুলন জমে উঠল বহরমপুরে।
মুর্শিদাবাদ জেলার প্রাচীন এক লোক সংস্কৃতি সং সাজা। সং সাজা বলতে কৌতুক অভিনেতাদের মত পোশাক পড়া বোঝায়। আর সেই সং সেজে সাধারণ মানুষকে মনোরঞ্জন দেন শিল্পীরা। এই সং সাজা শিল্পকে টিকিয়ে রেখেছেন কিছু খুদে শিল্পীরা। বর্তমানে এই শিল্প প্রায় লুপ্ত হয়ে গেলেও বর্তমানে কয়েকজন মিলে টিকিয়ে রেখেছেন এই প্রাচীন শিল্পদা ডাকে। বহরমপুরের হরিদাস মাটি এলাকায় সং সাজা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষজন।
advertisement
advertisement
মানব ঝুলনে যেমন ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ঠিক তেমনই ছিল কাঞ্চনজঙ্খা ট্রেনের দুর্ঘটনা। সভ্যতার বিবর্তনের সঙ্গে বদলেছে মানুষের বিনোদনের ধারণ৷ লোকজ উপাদানের গর্ভে জন্ম নেওয়া বাংলার লোকসংস্কৃতিতে এখন লেগেছে আধুনিকতার হাওয়া৷ বিনোদনের নানাবিধ পসরার দৌরাত্ম্যে বাংলার চিরন্তন এই সংস্কৃতি কি হারিয়ে যাচ্ছে? আজকে দেখুন সেই সং সেজে সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার কিছু ভিডিও।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2024 8:55 PM IST