২১ জুলাইয়ের জনসভায় অংশ নেওয়ার 'শাস্তি', পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে
Last Updated:
২১ জুলাইয়ের জনসভায় অংশ নেওয়ার 'শাস্তি', পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে
#হুগলি: হুগলির গোঘাটের নকুন্ডা গ্রামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মৃত তৃণমূল কর্মীর নাম লালচাঁদ বাগ ( ৩৬ )।ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।
পরিবারের দাবি, লালচাঁদ সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। বেশ কয়েকবার স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের হুমকির মুখে পড়তে হয়েছিল। ২১ জুলাই কলকাতায় শহীদ দিবসে উপলক্ষ্যে এসেছিলেন লালচাঁদ। সেই কারণেই সোমবার রাতে একা পেয়ে ১০ - ১২ জন বিজেপি কর্মী তাঁর উপর চড়াও হয়ে পিটিয়ে খুন করে। জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বাড়ি থেকে একটু দূরে বন্ধুর দোকানে গল্প করতে গিয়েছিলেন লালচাঁদ। সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরছিলেন তিনি। তখনই একা পেয়ে বিজেপির দলবল লাঠি, বাঁশ নিয়ে তারউপর হামলা চালায়।
advertisement
প্রতিবেশীরা রাস্তার ধার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালচাঁদকে। আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করে। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। তদন্তে ৩ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2019 10:00 PM IST

