Home /News /south-bengal /
২১ জুলাইয়ের জনসভায় অংশ নেওয়ার 'শাস্তি', পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে

২১ জুলাইয়ের জনসভায় অংশ নেওয়ার 'শাস্তি', পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে

tmc worker murdered Representative image Photo Source: Collected

tmc worker murdered Representative image Photo Source: Collected

২১ জুলাইয়ের জনসভায় অংশ নেওয়ার 'শাস্তি', পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে। অভিযোগ বিজেপির বিরুদ্ধে

 • Share this:

  #হুগলি: হুগলির গোঘাটের নকুন্ডা গ্রামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মৃত তৃণমূল কর্মীর নাম লালচাঁদ বাগ ( ৩৬ )।ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

  পরিবারের দাবি, লালচাঁদ সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। বেশ কয়েকবার স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের হুমকির মুখে পড়তে হয়েছিল। ২১ জুলাই কলকাতায় শহীদ দিবসে উপলক্ষ্যে এসেছিলেন লালচাঁদ। সেই কারণেই সোমবার রাতে একা পেয়ে ১০ - ১২ জন বিজেপি কর্মী তাঁর উপর চড়াও হয়ে পিটিয়ে খুন করে। জানা যায়, প্রতিদিনের মতো সোমবার বাড়ি থেকে একটু দূরে বন্ধুর দোকানে গল্প করতে গিয়েছিলেন লালচাঁদ। সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরছিলেন তিনি। তখনই একা পেয়ে বিজেপির দলবল লাঠি, বাঁশ নিয়ে তারউপর হামলা চালায়। প্রতিবেশীরা রাস্তার ধার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লালচাঁদকে। আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করে। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। তদন্তে ৩ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

  First published:

  Tags: Hugli, TMC Murder

  পরবর্তী খবর