Rock Python Snake: জালে উঠল 'বিশাল দৈত্য'! কংসাবতী নদীতে এমন প্রাণী! সাতসকালে এলাকায় হইচই, আতঙ্ক সবার মধ্যে

Last Updated:

Rock Python Snake- রহস্যময় ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামদী গ্রাম। মঙ্গলবার সকালেই গ্রামজুড়ে চাঞ্চল্য। কংসাবতী নদীর জালে ধরা পড়ে এক বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন বা স্থানীয় ভাষায় ময়াল সাপ।

+
জালে

জালে পাইথন 

সারেঙ্গা, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: রহস্যময় ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের দামদী গ্রাম। মঙ্গলবার সকালেই গ্রামজুড়ে চাঞ্চল্য। কংসাবতী নদীর জালে ধরা পড়ে এক বিশালাকার ইন্ডিয়ান রক পাইথন বা স্থানীয় ভাষায় ময়াল সাপ।
চিলতোড় পঞ্চায়েতের দামদী গ্রাম লাগোয়া কংসাবতী নদীতে প্রতিদিনের মতোই মাছ ধরতে গিয়েছিলেন গ্রামের কয়েকজন মৎস্যজীবী। গ্রামের বাসিন্দা কৃষ্ণ গোপাল গরাই জানান, “নদী থেকে জাল টানার সময় হঠাৎ দেখা যায়, জালের ভিতরে ভারী কিছু একটা নড়ছে। একটু ভাল করে তাকিয়ে চমকে উঠলাম। দেখা গেল বিশাল একটা অজগর সাপ।“
তড়িঘড়ি জাল টেনে তোলা হয়। তার পর সবাই মিলে সাপটিকে গ্রামের দামদী বনমালী বিদ্যামন্দিরের মাঠে নিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে আশপাশে — ‘বড় সাপ ধরা পড়েছে!’ আর তাতেই ভিড় জমে যায় মাঠে। বাসিন্দাদের মধ্যে কেউ ভিডিও তুলছেন, কেউ মোবাইল ক্যামেরায় সেলফি তুলছেন সেই বিশাল ময়ালের সঙ্গে। স্থানীয় বাসিন্দারা জানান, “এত বড় সাপ আগে কখনও এই এলাকায় দেখা যায়নি। তাই বেশি ভিড় জমে ছিল।
advertisement
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটি প্রায় ৮ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের ছিল। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাকে নিরাপদে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- শূন্য হাতে সঙ্গী শুধু মোবাইল ফোন, ১৬০০ কিমি যাত্রা নদিয়ার যুবকের! লক্ষ্যটা কী? জানুন
বন দফতরের এক আধিকারিক বলেন, “ময়াল বা ইন্ডিয়ান রক পাইথন আমাদের দেশের সাপেদের মধ্যে শক্তিশালী প্রজাতি। এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না, বরং নিজের জীবন বাঁচাতেই আত্মরক্ষার চেষ্টা করে।” এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে যেমন ভয়, তেমনই কৌতূহল দেখা দিয়েছিল। তবে বন দফতরের বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছে, সাপ দেখলে নিজে ধরার চেষ্টা করবেন না, অবিলম্বে আমাদের খবর দিন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rock Python Snake: জালে উঠল 'বিশাল দৈত্য'! কংসাবতী নদীতে এমন প্রাণী! সাতসকালে এলাকায় হইচই, আতঙ্ক সবার মধ্যে
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement