West Medinipur News: বটগাছের নীচে পড়ে রয়েছে সারি সারি মরা পাখি, কীভাবে ঘটল ভয়াবহ ঘটনা, গোটা এলাকায় আতঙ্ক

Last Updated:

West Medinipur News: বন বিভাগের তরফে এলাকায় এদিন সচেতনতার ফ্লেক্স টাঙান হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এলাকায় সচেতনতার কর্মসূচি করা হবে। এলাকাবাসীরা জানাচ্ছেন, পাখি মেরে ফেলার সংখ্যাটা আরও বেশি।

পাখি মৃত্যু 
পাখি মৃত্যু 
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: গ্রামের মধ্যে প্রকাণ্ড বটগাছ। তার নীচে সারি দিয়ে পড়ে রয়েছে একাধিক পাখি। যেগুলোর মধ্যে বেশ কয়েকটি বিলুপ্ত প্রায় প্রজাতির। তবে রবিবার সকাল থেকে গাছের নীচে পাওয়া যায় একাধিক মৃত পাখি। যা ঘিরে রীতিমত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। স্থানীয়দের পাশাপাশি ছুটে আসেন এলাকার পরিবেশপ্রেমীরা। এলাকায় এসে যা দেখলেন তারা, রীতিমত থ সকলে। এরপরই ঘটনাস্থলে আসে বন দফতরের আধিকারিকেরা। তবে মনে করা হচ্ছে এত সংখ্যক পাখির মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। স্থানীয় একাংশের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। বেশ কিছু বিলুপ্তপ্রায় প্রজাতির পাখি এবং একাধিক পাখির মৃত্যুতে রীতিমত হতবাক সকলে।
বিষ দিয়ে পাখি মেরে ফেলার অভিযোগ উঠল এলাকায়। রবিবার বেলদা থানার হেমচন্দ্র পঞ্চায়েতের আম্বিডাঙর এলাকার ঘটনা। গাছের নীচে পড়ে থাকতে দেখা যায় পাখির মৃতদেহ। এদিন মৃত পাখিগুলিকে সংগ্রহ করেছে বেলদা বন দফতর। বন দফতর জানাচ্ছে, বেশ কয়েকটি হরিয়াল ও মৃত বসন্তবৌরি পাখি উদ্ধার করা হয়েছে। এলাকার কোনও মানুষ বিষ প্রয়োগ করে পাখি মারতে পারেন বলে অনুমান বন বিভাগের। এদিন এলাকায় পৌঁছে মাইক প্রচার করে বন দফতর। মানুষকে সচেতন করা হয়। বন দফতর সূত্রে খবর, এলাকায় কয়েকটি বট গাছ রয়েছে। যার ফল খেতে আসে পাখিগুলি।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর খেল দেখাবেন শনিদেব…! ইশারায় কাঁপাবে ত্রিলোক, নতুন বছরে প্রিয় ৩ রাশিকে টাকায় মুড়ে দেবেন সূর্যপুত্র, সাফল্য পায়ে চুমু খাবে
বন দফতর জানাচ্ছে, সোমবার পাখিগুলির ময়নাতদন্ত করবে দফতর। বেলদা বন দফতরের আধিকারিক তৌহিদ আনসারি বলেন, ‘বিষ বা কোনও কিছু দিয়ে পাখিগুলিকে মারা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ হবে।’ তবে কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে তা জানার চেষ্টা চালাচ্ছে বন দফতর।পরিবেশপ্রেমী যুবক সন্দীপ দাস বলেন, রবিবার ও সোমবার একাধিক মরা পাখি উদ্ধার করা হয়েছে। অনেক পাখি আসে এলাকায়, এমন মৃত্যু কাঙ্ক্ষিত নয়।
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরের শেষেই বিরাট কামাল…! শুক্র-মঙ্গলের রাজকীয় সংযোগে বাম্পার ‘জ্যাকপট’, গোল্ডেন টাইম শুরু ৫ রাশির, সোনায় মুড়বে কপাল
বন বিভাগের তরফে এলাকায় এদিন সচেতনতার ফ্লেক্স টানানো হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এলাকায় সচেতনতার কর্মসূচি করা হবে। এলাকাবাসীরা জানাচ্ছেন, পাখি মেরে ফেলার সংখ্যাটা আরও বেশি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বটগাছের নীচে পড়ে রয়েছে সারি সারি মরা পাখি, কীভাবে ঘটল ভয়াবহ ঘটনা, গোটা এলাকায় আতঙ্ক
Next Article
advertisement
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! তাঁর পাসপোর্ট 'অবৈধ' ঘোষণা করল কর্তৃপক্ষ
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! পাসপোর্ট 'অবৈধ'
  • এক ভারতীয় মহিলাকে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা আটকে রাখা হয়, কারণ তাঁর পাসপোর্টকে অবৈধ বলা হয়.

  • চিনা কর্তৃপক্ষ দাবি করে, মহিলার জন্মস্থান অরুণাচল প্রদেশ চিনের ভূখণ্ড, তাই তাঁর পাসপোর্ট গ্রহণযোগ্য নয়.

  • মহিলা অভিযোগ করেন, তাঁকে নতুন টিকিট কিনতে বাধ্য করা হয় এবং ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি শহর ছাড়েন.

VIEW MORE
advertisement
advertisement