ভোটের ঠিক আগে কালিয়াচক থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র

Last Updated:

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ৭.৬৫ এমএম পিস্তল এবং ম্যাগাজিন । ১০টি পাইপ গান । এবং ৫০ রাউন্ড তাজা কার্তুজ ও মোটেরবাইক ।

#মালদা: লোকসভা নির্বাচনের মুখে মালদার কালিয়াচক থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ । রবিবার সন্ধ্যায় কালিয়াচকের বামনগ্রাম মোজামপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর মোড়ে পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে ৷ ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হাবিবুর রহমান[১৯], আব্দুল রোহান[২০], বাড়ি সুলতানগঞ্জ এবং আব্দুল সালাম খাঁ[২২] বাড়ি কালিকাপুর এলাকায় । ধৃতদের বাড়ি কালিচক থানা এলাকায় । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ৭.৬৫ এমএম পিস্তল এবং ম্যাগাজিন । ১০টি পাইপ গান । এবং ৫০ রাউন্ড তাজা কার্তুজ ও মোটেরবাইক । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভোটে সন্ত্রাস ছড়াতে ধৃতরা আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে যাচ্ছিল । কালিয়াচক থানার পুলিশ ১৪দিনের পুলিশি হেফাজতের আবেদন করছে ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোটের ঠিক আগে কালিয়াচক থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement