ভোটের ঠিক আগে কালিয়াচক থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র
Last Updated:
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ৭.৬৫ এমএম পিস্তল এবং ম্যাগাজিন । ১০টি পাইপ গান । এবং ৫০ রাউন্ড তাজা কার্তুজ ও মোটেরবাইক ।
#মালদা: লোকসভা নির্বাচনের মুখে মালদার কালিয়াচক থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ । রবিবার সন্ধ্যায় কালিয়াচকের বামনগ্রাম মোজামপুর গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর মোড়ে পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে ৷ ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হাবিবুর রহমান[১৯], আব্দুল রোহান[২০], বাড়ি সুলতানগঞ্জ এবং আব্দুল সালাম খাঁ[২২] বাড়ি কালিকাপুর এলাকায় । ধৃতদের বাড়ি কালিচক থানা এলাকায় । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ৭.৬৫ এমএম পিস্তল এবং ম্যাগাজিন । ১০টি পাইপ গান । এবং ৫০ রাউন্ড তাজা কার্তুজ ও মোটেরবাইক । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ভোটে সন্ত্রাস ছড়াতে ধৃতরা আগ্নেয়াস্ত্র গুলি নিয়ে যাচ্ছিল । কালিয়াচক থানার পুলিশ ১৪দিনের পুলিশি হেফাজতের আবেদন করছে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2019 6:40 PM IST