Howrah News: হাওড়াবাসীর জন্য বড় খবর! বদলে গেল জেলা পরিষদের ঠিকানা, নতুন অফিস কোথায়, কীভাবে যেতে হবে জানুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: এতদিন হাওড়া জেলা পরিষদের ঠিকানা ছিল হাওড়া ১০, বিপ্লবী হরেন ঘোষ সরণী। তবে এবার সেই ঠিকানা বদলে গেল। এবার থেকে কোথায় যেতে হবে? জেনে নিন।
হাওড়া, রাকেশ মাইতিঃ হাওড়া জেলা পরিষদ ভবনের ঠিকানা বদল! এতদিন হাওড়া জেলা পরিষদের ঠিকানা ছিল হাওড়া ১০, বিপ্লবী হরেন ঘোষ সরণী। পুরনো স্থান পরিবর্তন হয়ে নতুন ঠিকানা ইছাপুর জলট্যাঙ্ক সংলগ্ন সম্মিলনী ভবন। জেলাশাসক কার্যালয়, হাওড়া পৌরসভা, আদালত, জেলা হাসপাতাল, বিদ্যালয় কার্যালয়, ডাক বিভাগ, জেলা পরিষদ সহ বিভিন্ন দফতর বা কার্যালয় কয়েকশো মিটারের মধ্যে অবস্থিত। প্রশাসনিক বিভিন্ন কাজে প্রথমে বঙ্গবাসী বা ময়দান পৌঁছতে হয়। এবার নতুন ঠিকানা পেল হাওড়া জেলা পরিষদ।
আগামী প্রায় দু’বছরের জন্য হাওড়া জেলা পরিষদ কার্যালয়ের ঠিকানা ইছাপুর জল ট্যাঙ্ক সংলগ্ন সম্মিলনী ভবন। পুরনো ভবনটি বহু প্রাচীন। সেটি ভেঙে নতুন ভবন নির্মাণ হলে পুনরায় স্থানান্তরিত হবে জেলা পরিষদ। পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ হয়ে কাজের উপযোগী করতে প্রায় দু’বছর সময় লাগবে বলে জানিয়েছেন হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য।
advertisement
আরও পড়ুনঃ রানিহাটি মোড়ে গায়ে কাঁটা দেওয়া ছবি,লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে পুলিশ কিয়স্ক, রক্তাক্ত ২ পুলিশ কর্মী
বুধবার ইছাপুর সম্মেলনী ভবনে হোম-যজ্ঞের মাধ্যমে হাওড়া জেলা পরিষদ কার্যালয় স্থানান্তরিত হয়। হাওড়া জেলা পরিষদের নতুন ঠিকানা, ৩০/১ ইছাপুর রোড সম্মেলনী ভবন। এবার থেকে নতুন জেলা পরিষদ অফিসে যাবতীয় কাজকর্ম বহাল থাকবে। এখন প্রশ্ন হল, এখানে কীভাবে যেতে হবে?
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাঁতরাগাছি হয়ে বেলেপোল থেকে বাম দিকে শৈলেন মান্না সরণী হয়ে পৌঁছনো যাবে। এছাড়া হাওড়া-আমতা রোড ব্যবহার করে বালুটিকুরি দাসনগর হয়ে আরও সহজে জেলা পরিষদের নতুন ঠিকানায় পৌঁছতে পারবেন মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
October 29, 2025 5:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: হাওড়াবাসীর জন্য বড় খবর! বদলে গেল জেলা পরিষদের ঠিকানা, নতুন অফিস কোথায়, কীভাবে যেতে হবে জানুন

