Howrah News: উত্তরবঙ্গের বন্যপ্রাণ ও গ্রামের মানুষের পাশে হাওড়া একদল যুবক! করছেন এই কাজ
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
বন্যপ্রাণ ও জঙ্গল সংলগ্ন মানুষদের সুরক্ষিত রাখতে উত্তরবঙ্গে জঙ্গলের টাওয়ার ম্যানদের হাতে সার্চলাইট তুলে দিতে চলেছে হাওড়া স্বেচ্ছাসেবী সংস্থা।
হাওড়া: বন্যপ্রাণ ও জঙ্গল সংলগ্ন মানুষদের সুরক্ষিত রাখতে উত্তরবঙ্গে জঙ্গলের টাওয়ার ম্যানদের হাতে সার্চলাইট তুলে দিতে চলেছে ‘আমরা বাউন্ডুলে’! দেশের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বন রক্ষা করতে হবে। অর্থাৎ আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য বন ও বন্যপ্রাণী অপরিহার্য বন্যপ্রাণ ও জঙ্গল লাগোয়া মানুষকে সুরক্ষিত রাখতে উত্তরবঙ্গে জঙ্গলের টাওয়ার ম্যানদের হাতে সার্চলাইট তুলে দিতে চলেছে ‘আমরা বাউন্ডুলে’ নামক সংস্থা। দেশের জীববৈচিত্র্যের অফুরন্ত ভাণ্ডার হচ্ছে বন বনই হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণের ধারক ও বাহক। বন আছে বলেই উদ্ভিদ ও প্রাণী বেঁচে আছে বন শুধু গাছপালাই রক্ষা করে না। সমস্ত প্রাণিজগৎকে বাঁচিয়ে রেখেছে।
প্রকৃতি তথা জঙ্গলকে ভালোবেসে হাওড়া থেকে উত্তরবঙ্গে ছুটে যাওয়া ‘আমরা বাউন্ডুলের’। গত কয়েক বছর ধরে বন্যপ্রাণী এবং উত্তরবঙ্গের মানুষের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে এই সংস্থা| ‘মিশন গ্রীন হ্যান্ডশেক’ এর অন্তর্গত ‘সার্চ লাইট ডিস্ট্রিবিউশন ক্যাম্প’ ‘আমরা বাউন্ডুলের’| এই নিয়ে চতুর্থবার জঙ্গলে পাড়ি। এবার ৫৫টি সার্চলাইট নিয়ে পাড়ি এই দলের। এই লাইট টাওয়ার থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে থাকা বন্যপ্রাণীদের অনুসন্ধান করতে সাহায্য করবে, যার মাধ্যমে একদিকে চোরা শিকারীদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। অন্যদিকে বন্যপ্রাণীদের গতিবিধি গ্রামবাসীদের জানান যাবে| এতে করে বন্যপ্রাণী এবং গ্রামের মানুষ উভয়েই সুরক্ষিত থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুন: তরবারি শয্যায় শয়ন! চৈত্রে নয়, জৈষ্ঠের সংক্রান্তিতে হয় এই ধর্মরাজের গাজন
এর আগে কখনও রেনকোট,কখনও শীতের পোশাক,আবার টর্চ লাইট থেকে নানা গুরুত্বপূর্ণ জিনিষ তুলে দেওয়া হয়েছে। মানুষ ও জন্তু জানোয়ারের মধ্যে সহাবস্থান বজায় রাখার চেষ্টা চালাতে তাঁদের এই প্রচেষ্টা বলে জানালেন আমরা বাউন্ডুলের সম্পাদক পলাশ দে। কয়েক দশক ধরে, ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমেল হেলথ বন্যপ্রাণীর স্বাস্থ্য সুরক্ষা সহ পশু স্বাস্থ্যের উন্নতির জন্য প্রচেষ্টা চালিয়েছে। আমরা স্বীকার করি যে মানুষ, পশুপাখি এবং বাস্তুতন্ত্রের স্বাস্থ্য পরস্পর নির্ভরশীল। একজনকে রক্ষা করার জন্য, আমাদের তাদের সমানভাবে মূল্য দিতে হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2024 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: উত্তরবঙ্গের বন্যপ্রাণ ও গ্রামের মানুষের পাশে হাওড়া একদল যুবক! করছেন এই কাজ