Howrah Station: বাপরে বাপ, হাজার -লাখ তো ফেল, ২ কোটি টাকার সোনা ‘এভাবে’ পাওয়া গেল হাওড়া স্টেশনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
উদ্ধার হয় ৫ কেজি ১৩৫ গ্রাম সোনা উদ্ধার হয়।
#হাওড়া: হাওড়া স্টেশন থেকে ২ কোটি টাকার সোনা উদ্ধার। হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের ২৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হল কয়েক কোটি টাকার গয়না। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন থেকে ললিত কুমার নামের এক ব্যক্তিকে আটক করে কর্তব্যরত আরপিএফ কর্মীরা।
ধৃতের কাছে থেকে ৫ কেজি ১৩৫ গ্রাম সোনা উদ্ধার হয়। যার আনুমানিক বাজার ২ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা। এছাড়াও ওই ব্যক্তির থেকে ৪৭ হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করেন আরপিএফ আধিকারিকরা। মোট ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকার মূল্যের সম্পদ উদ্ধার হয় ওই ব্যক্তির থেকে। রেল পুলিশের জেরার মুখে তাঁর থেকে উদ্ধার হওয়া সামগ্রীর কোনও অফিসিয়াল কাগজপত্রও ছিল না, পাশাপাশি সন্তোষজনক উত্তর না দিতে পাড়ায় তাকে গ্রেফতার করে হাওড়া আরপিএফের আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন - Raj Yog: শনিদেবের চলনে নিজের ত্রিকোণ রাশিতে, রাজযোগে মালামাল হবে চার রাশির জাতক-জাতিকারা
advertisement
তাঁর বিরুদ্ধে আইন মোতাবেক মামলা রুজু করা হয়েছে বলেই আরপিএফ সূত্রে খবর। ধৃতকে জেরায় সেই ব্যক্তি কোথা থেকে এতো বড় মূল্যের সোনা আর নগদ টাকা নিয়েছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি কাকে দেওয়ার জন্য এই কোটি কোটি টাকার সামগ্রী নিয়ে যাচ্ছিল তাও জানার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে আন্তঃরাজ্য অথবা আন্তর্জাতিক পাচার চক্র জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখছে রেল পুলিশের তদন্তকারী আধিকারিকরা।
advertisement
Debashis Chakravarty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2022 6:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Station: বাপরে বাপ, হাজার -লাখ তো ফেল, ২ কোটি টাকার সোনা ‘এভাবে’ পাওয়া গেল হাওড়া স্টেশনে