Howrah Station: হাওড়া স্টেশনে তোলাবাজি, যাত্রীকে মারধর! কনট্রাকটরকে ২৫ হাজার ফাইন রেলের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Howrah Station: হাওড়া স্টেশনেও তোলাবাজি। নিঃশুল্ক শৌচালয় থেকে টাকা নেওয়ার অভিযোগ। প্রতিবাদ করতেই মহিলা যাত্রীকে মারধর। অভিযোগ জানাতেই ব্যবস্থা রেলের।
হাওড়াঃ হাওড়া স্টেশনেও তোলাবাজি। নিঃশুল্ক শৌচালয় থেকে টাকা নেওয়ার অভিযোগ। প্রতিবাদ করতেই মহিলা যাত্রীকে মারধর। অভিযোগ জানাতেই ব্যবস্থা রেলের। রেল মেনে নিল তাদের গাফিলতি। কনট্রাকটরকে ২৫ হাজার ফাইন। আইন অনুযায়ী ব্যবস্থা।
advertisement
এক বছর আগে এই তোলাবাজির খবর নজরে আনে নিউজ ১৮ বাংলা।সাময়িকভাবে বন্ধ হয় এই ঘটনা। পুনরায় ফের চালু হয়েছে। হাজার হাজার টাকা প্রতিদিন উঠছে এই ভাবে। অভিযোগকারী মহিলা শক্তিরুপা সাঁধুখা জানিয়েছেন, ‘হাওড়া স্টেশনের শৌচাগারে প্রস্রাব নিঃশুল্ক তবুও এর জন্য ৫ টাকা করে নেওয়া হয়, প্রতিবাদ করায় রেলের শৌচাগারের কর্তব্যরত এক কর্মচারী আমার গায়ে হাত তোলেন ও আঁচড়ে দেন। আমি ভিডিও প্রমাণ সহ স্টেশন মাস্টারের কাছে লিখিত অভিযোগ জমা দিই।’
advertisement
এর পরেই নড়েচড়ে বসে রেল। অভিযোগের সত্যতা খতিয়ে দেখেন তাঁরা। শেষমেষ যে বেসরকারি সংস্থা এর দায়িত্বে আছে তাদের ২৫ হাজার টাকা ফাইন করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2024 1:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Station: হাওড়া স্টেশনে তোলাবাজি, যাত্রীকে মারধর! কনট্রাকটরকে ২৫ হাজার ফাইন রেলের









