Sonarpur News: খুলল না দরজা, মিলল না কচ্ছপ! জামালের বাড়িতে বনদফতর, তবে ফিরতে হল খালি হাতে!

Last Updated:

Sonarpur News: জামাল সরদারের প্রাসাদোপম বাড়িতে ঘোড়া ছাড়াও যে সুইমিং পুলে কচ্ছপ আছে সেই খবর আগেই পেয়েছিল বনদফতর। খবর অনুসারে,  বুধবার রাতেই জামাল সরদারের বাড়ির সুইমিংপুলে থাকা কচ্ছপ উদ্ধারে তৎপর হয় বনদফতর।

জামালের বাড়িতে বনদফতর
জামালের বাড়িতে বনদফতর
সোনারপুরঃ জামাল সরদারের প্রাসাদোপম বাড়িতে ঘোড়া ছাড়াও যে সুইমিং পুলে কচ্ছপ আছে সেই খবর আগেই পেয়েছিল বনদফতর। খবর অনুসারে,  বুধবার রাতেই জামাল সরদারের বাড়ির সুইমিংপুলে থাকা কচ্ছপ উদ্ধারে তৎপর হয় বনদফতর। ডিএফও মিলন মন্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জ অফিস থেকে একটি ৬ সদস্যের দল প্রথমে সোনারপুর থানায় যায় তারপর জামাল সরদারের বাড়ি। তাদের হাতে ছিল জাল ও কচ্ছপ উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য সামগ্রী।
আরও পড়ুনঃ সারারাত শিকলে বেঁধে মার! জামালের নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন একাধিক, সোনারপুরকাণ্ডে ধৃত দুই
যদিও রাত দশটা থেকে প্রায় সাড়ে এগারোটা অবধি অপেক্ষা করার পর তারা ফিরে যান। কারণ জামাল সরদারের রাজপ্রাসাদের গেটে তালা দেওয়া ছিল। অবশেষে আড়াই ঘণ্টা অপেক্ষার পর গেটের চাবি না পাওয়ার কারণে কচ্ছপ উদ্ধার না করেই ফিরে যেতে হয় বনদপ্তরের দলটিকে।
advertisement
advertisement
জামাল সরদারের বাড়িতে যে কচ্ছপ দেখা গিয়েছে তার বিজ্ঞান সম্মত নাম ইন্ডিয়ান সফ্ট শিল্ড টার্টেল। বেআইনিভাবে এই কচ্ছপ বাড়ির সুইমিংপুলে রাখার জন্য সর্বোচ্চ তিন থেকে সাত বছরের পর্যন্ত জেল এবং ২৫ লক্ষ টাকার জরিমানা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sonarpur News: খুলল না দরজা, মিলল না কচ্ছপ! জামালের বাড়িতে বনদফতর, তবে ফিরতে হল খালি হাতে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement