Howrah News: জনপ্রিয় টিভি শো-এর আদলে খেলায় অংশ নিতে কোমর বেঁধে নামলেন গ্রামের মহিলারা!
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: প্রত্যন্ত গ্রামের মহিলাদের সাধারণ ভাবে জীবন যাপন সংসারের কাজে ব্যস্ততায় কাটে সারাদিন। সন্ধ্যার পর অবসরে মাঝেমধ্যে টেলিভিশনে চোখ থাকে মহিলাদের
রাকেশ মাইতি, হাওড়া: জনপ্রিয় টেলিভিশন শো’ এর আদলে খেলা এবার বাঙালপুরে! এই খেলায় দারুণ উৎসাহ দেখা মিলল মহিলাদের মধ্যে। সাধারণত এই ধরনের প্রতিযোগিতা টেলিভিশন শো এর মধ্যে দেখে থাকেন প্রত্যন্ত গ্রামের মহিলারা। প্রত্যন্ত গ্রামের মহিলাদের সাধারণ ভাবে জীবন যাপন সংসারের কাজে ব্যস্ততায় কাটে সারাদিন। সন্ধ্যার পর অবসরে মাঝেমধ্যে টেলিভিশনে চোখ থাকে মহিলাদের।
টেলিভিশন মানেই গ্রামের বহু মহিলার কাছে জনপ্রিয় ‘ দিদি নং ১ ‘ প্রতিযোগিতা। যদিও গ্রাম থেকে বহু মহিলা টেলিভিশনের প্রতিযোগিতা মঞ্চে পৌঁছে গেছে। তাদের দেখে এমন প্রতিযোগিতায় অংশগ্রহণের ইচ্ছা থাকে বহু মহিলার। তবে চর্চার অভাবে বড় মঞ্চে পৌঁছানো অসম্ভব প্রায়। তাই গ্রামের সেই সমস্ত মহিলাদের কথা ভেবেই বাগনানের শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান বাঙালপুর বয়েজ ক্লাবের ১০২ বর্ষের কালীপুজোয় ‘ তুমিই শ্রেষ্ঠা ‘ প্রতিযোগিতার আয়োজন। সেই খেলায় অংশগ্রহণের সুযোগ পেতে উৎসাহী এলাকার মহিলারা।
advertisement
স্বাধীনতার প্রাক্কালে গ্রামে কালীপুজোর সূচনা হয়েছিল। সেই থেকে ধারাবাহিকভাবে মা কালী অর্থাৎ শক্তির আরাধনা হয়ে আসছে বাঙালপুর বয়েজ ক্লাব অর্থাৎ বাঙালপুর মধ্যমপাড়ায়। জানা যায়, সেকালে স্বাধীনতা সংগ্রামী বিভূতিভূষণ ঘোষের উদ্যোগে স্থানীয় কয়েকজন যুবকদের নিয়ে পুজোর সূচনা করেছিল। বর্তমানে জেলার বুকে বারোয়ারি পুজোর গুলির মধ্যে অন্যতম এই পুজো। গ্রামের ৮ থেকে ৮০ বয়সের মানুষ এই পুজোর সঙ্গে যুক্ত। প্রতিষ্ঠানের পুরুষ মহিলা উভয়ের সদস্য মিলে পুজোর আয়োজন করেন। প্রতিবছর সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা থাকে। এবার প্রতিযোগিতার মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা মহিলাদের অংশগ্রহণে ‘ তুমি শ্রেষ্ঠ’ প্রতিযোগিতা।
advertisement
advertisement
আরও পড়ুন : দার্জিলিঙের পাকদণ্ডিতে টয় ট্রেনের ভেতরে এসব কী! এলাহি ব্যাপার! জানলে দু’ চোখ কপালে উঠবে
প্রায় দুই মাস আগে এই খেলার অডিশন পর্ব শুরু হয়। আর পুজোর প্রস্তুতি কয়েক মাস আগে থেকেই শুরু হয়।এ প্রসঙ্গে উদ্যোক্তা দীপঙ্কর ঘোষ জানান, বাঙালপুর বয়েজ ক্লাবের পরিচালনায় এবার ১০২ বছরে মা কালী অর্থাৎ শক্তির আরাধনা। বিগত কয়েক বছর মণ্ডপে থিমের সাজ। এবার মহিলাকেন্দ্রিক থিম ‘ উত্তরণের পথে মানবীরা হাঁটে ‘ । সারা জেলায় দারুণভাবে সাড়া ফেলেছে এই থিম। অনুষ্ঠান এবং প্রতিযোগিতা থাকে । এবার প্রতিযোগিতার মধ্যে জনপ্রিয় হল ‘ তুমি শ্রেষ্ঠ’। গতবছর শুধুমাত্র বাঙালপুর গ্রামের মহিলারা অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। এবার এই প্রতিযোগিতায় জনপ্রিয়তা এতটাই বেশি যে বাঙালপুরের পার্শ্ববর্তী হারোপ,বাগনান-সহ বেশ কিছু গ্রাম থেকে মহিলারা অংশগ্রহণ করেন। এই খেলায় ৩২ টি দল অংশগ্রহণ করে। প্রতি দলে দু’জন করে প্রতিযোগী। ফাইনাল পড়বে ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগীদের কথায়, গ্রামে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই ভীষণ আনন্দের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 02, 2024 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: জনপ্রিয় টিভি শো-এর আদলে খেলায় অংশ নিতে কোমর বেঁধে নামলেন গ্রামের মহিলারা!