Howrah Railway: রবিবার হাওড়া ডিভিশনের এক গুচ্ছ ট্রেন বাতিল! জানুন বিস্তারিত

Last Updated:

Howrah Railway: হাওড়া ডিভিশনে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কাজ চলবে! বেশ কিছু ট্রেন বাতিল! সেই সঙ্গে সময় পরিবর্তন একাধিক ট্রেনের! জানুন

হাওড়া: হাওড়া ডিভিশনে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কারণে ট্রেন নিয়ন্ত্রণ। ওভার হেড ইকুইপমেন্ট (OHE) রক্ষণাবেক্ষণ এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণ রেলওয়ে ব্যবস্থার নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাওড়া ডিভিশনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে! এর ফলে বেশ কিছু ট্রেনের সময় বদল করা হল! এবং বাতিল করা হয়েছে আরও কিছু ট্রেন! আগামীকাল অর্থাৎ রবিবার প্রায় দশ জোড়া ট্রেন বাতিল করা হল হাওড়া থেকে!
রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে হাওড়া বিভাগের খানা-গুমানি ও ব্যান্ডেল-আজিমগঞ্জ-কাটোয়া বিভাগে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে! আর এই কাজের জন্য সকাল ১০:৪৫ থেকে  সন্ধে ১৮:৩০ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হবে রবিবার।
 রবিবার ট্রেন চলাচলে নিম্নরূপ ব্যবস্থা করা হয়েছে:
advertisement
০২-০৬-২০২৪(রবিবার) EMU লোকাল বাতিল:
ব্যান্ডেল থেকে:  ৩৭৭৪৯, এবং কাটোয়া থেকে: ৩৭৭৪৮ ট্রেন বাতিল! রবিবার এই ট্রেন চলবে না
advertisement
রবিবার যে সব ট্রেনের সময় বদল:
০৩০৭৬ আজিমগঞ্জ – কাটোয়া মেমু স্পেশাল আজিমগঞ্জ থেকে ১৮:০০ টায় ছাড়বে।  এই ট্রেনটি ছাড়ার সময় ছিল ১৬:৪০ মিনিটে!
advertisement
১২৩৩৮ বোলপুর – হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ১৩:১০ মিনিটে ছাড়ার কথা ছিল। পরিবর্তে এই ট্রেন  ১৩:৩০ মিনিটে বোলপুর থেকে ছাড়বে ছাড়বে।
তাছাড়া, রবিবার তারিখে  ৩৭৯১৭ হাওড়া – কাটোয়া লোকাল ৩০ মিনিটের দেরিতে ছাড়বে, সময় নিয়ন্ত্রণ করা হবে এই ট্রেনের!
উল্লেখ্য যে, ব্লকের কাজ শুরুর আগে শেষ ট্রেন ছাড়া হবে  ২২৫১২, এবং ব্লকের কাজ শেষ হওয়ার পর প্রথম ট্রেনটি  ০৩০৯০ ছাড়া হবে। ব্লকের কাজ চলাকালীন ৯ জোড়া ব্যান্ডেল-কাটোয়া লোকালের ১ জোড়া বাতিল থাকবে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Railway: রবিবার হাওড়া ডিভিশনের এক গুচ্ছ ট্রেন বাতিল! জানুন বিস্তারিত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement