Plantation Benefits: মহৌষধের ভান্ডার এই জাদুগাছেই ঢাকবে গ্রাম থেকে শহর, চমকে যাবেন কারণ জানলে

Last Updated:

Plantation Benefits: তেঁতুল আম জাম কাঁঠাল গাছেই ভরসা পরিবেশ প্রেমীদের!  প্রকৃতিতে এই গাছের আশীর্বাদ বহু গুণে, ভারতীয় সংস্কৃতিতে মিশে রয়েছে এমন বহু গাছ

+
ভারতীয়

ভারতীয় এই গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় অসাধারণ কার্যকরী

রাকেশ মাইতি, হাওড়া: তেঁতুল আম জাম কাঁঠাল গাছেই ভরসা পরিবেশপ্রেমীদের! প্রকৃতিতে এই গাছের আশীর্বাদ বহু গুণে। ভারতীয় সংস্কৃতিতে মিশে রয়েছে গাছ। সেই আদিকাল থেকে দেবতা রূপে পুজো করা হয় গাছকে। সেই দিক থেকে প্রকাণ্ড তেঁতুল গাছ হল আমাদের গ্রামীণ সামাজিক বাস্তুতন্ত্র এবং সমাজতন্ত্রের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ। বর্তমানে একটা ছোট্ট তেঁতুল দানার বহু দায়িত্ব বর্তায় ভবিষ্যতে। আসলে ছোট্ট ওই দানা মহীরুহে পরিণত হওয়ার ঐশ্বরিক নির্দেশ নিয়ে জন্মেছে। বহু প্রাণের অক্সিজেন, খাদ্য, এবং বাসস্থানের চাহিদা পূরণের দায়িত্ব রয়েছে এই বৃক্ষে। পাখি, বাদুড়, হনুমান, পরজীবী উদ্ভিদ, পোকামাকড়-এক একটি তেঁতুল গাছের উপর নির্ভর করে থাকে হাজারো প্রাণী।
এই প্রকাণ্ড গাছ হনুমান দলের নিরাপদ আশ্রয়স্থলও বটে। শুধু তেঁতুল গাছ নয়, আম জাম কাঁঠাল আঁশফলের মত ভারতীয় বিভিন্ন গাছ না থাকার কারণে হনুমানের মতো বন্যপ্রাণীরা এ সময় মানুষের চোখের বালি। আসলে প্রকৃতির থেকে খাবার না পেয়ে ওরা হয়ে উঠছে কখনও অসহায়, আবার কখনও হিংস্র। তার জেরে পেটের জ্বালায় গৃহস্থের ভাত ডাল শস্য আনাজ চুরি করতে হয় ওদের।
advertisement
আরও পড়ুন : মায়ের সাহচর্যই ভরসা, পুরুলিয়া থেকে বিশ্বকাপের মঞ্চে শৈশবে পিতৃহীন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী
এদিকে প্রায় প্রতি বছর ঘূর্ণিঝড়ে বহু তেঁতুল বা বৃক্ষ জাতীয় বড় গাছ নষ্ট হয়েছে। সেই দিক থেকে প্রকৃতি রক্ষায় বৃক্ষ জাতীয় অর্থাৎ তেঁতুলগাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নানা কারণে গাছের ঘাটতি, সেই ক্ষত যত সামান্য পূরণ করার লক্ষ্যেই এবার তেঁতুল-সহ আম কাঁঠাল জাম বা নিম এর মত ভারতীয় প্রজাতির গাছ লাগাতে উদ্যোগী হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা। গত কয়েক মাস যাবত এই চারা তৈরির কর্মসূচি চলেছে। এ প্রসঙ্গে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের অন্যতম সদস্য পরিবেশ প্রেমী শুভজিৎ মাইতি জানান, বেড তৈরি করে তেঁতুল কাঁঠাল আম নিম গাছের চারা তৈরি। এই চারা তৈরি করে বিভিন্ন শাখার সংগঠনকে ঐক্যবদ্ধ করে। মানুষের থেকে কিছুটা দূরে, মাঠে প্রান্তরে, যেখানে তেমন মানুষজন আর যায় না, সেই রকম জায়গা খুঁজে এই গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
advertisement
advertisement
হাওড়া জেলা যৌথ পরিবেশ বঞ্চিত সদস্যরা জেলার বিভিন্ন প্রান্তে এই জাতীয় গাছের চারা তৈরি করছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হলে এই সমস্ত ভারতীয় প্রজাতির গাছের উপরই সর্বাধিক ভরসা করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চারা তৈরি হচ্ছে তার মধ্যে অন্যতম হাওড়া দেউলপুর। এখানে কয়েক হাজার বীজ পুঁতে চারা তৈরি করা হয়েছে। সেগুলি লালন পালন করেছেন যৌথ পরিবেশ মঞ্চ সদস্য মৃণাল কোলে ও শুভজিৎ মাইতি। দুই থেকে তিন হাজার চারা তৈরি করা সম্ভব হয়েছে। কিছুদিন পর থেকেই এগুলি বিভিন্ন স্থানে লাগানোর কাজ শুরু হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Plantation Benefits: মহৌষধের ভান্ডার এই জাদুগাছেই ঢাকবে গ্রাম থেকে শহর, চমকে যাবেন কারণ জানলে
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement