#হাওড়া: হাওড়া পুরসভায় বাজেট আলোচনার সময় অধিবেশন কক্ষেই বেধে গেল ধুন্ধুমার।সিপিএম-তৃণমূল কাউন্সিলরদের মধ্যে লাথি-ঘুষি-হাতাহাতি সবই চলল। অগ্নিগর্ভ পরিস্থিতির দায়ে একে অপরের উপর চাপিয়েছে সিপিএম, তৃণমূল।ঘটনার প্রতিবাদে অধিবেশন বয়কট করেন বিরোধীরা।
বাজেট নিয়ে আলোচনার সময় অধিবেশন কক্ষেই ঘটল ধুন্ধুমার। এক সিপিএম কাউন্সিলরকে মারধরের অভিযোগ। বাজেট ভাষণ নিয়ে প্রথম বক্তব্য রাখতে ওঠেন ৩১ নং ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর আশরফ জাভেদ। তাকে বক্তব্য পেশে তৃণমূল কাউন্সিলররা বাধা দেন, মারধর করেন বলে অভিযোগ।
পরে তৃণমূল কাউন্সিলদের বক্তব্য পেশ করতে গেলে প্রতিবাদ জানাতে শুরু করেন আশরাফ। তৃণমূল কাউন্সিলদের সঙ্গে শুরু হয় হাতাহাতি।তাকে সভাকক্ষ থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মেয়র রথীন চক্রবর্তী, চেয়ারম্যান অরবিন্দ গুহ।
গত বছর বাজেট আলোচনার দিনও একইরকম হাতাহাতির ঘটনা ঘটেছিল হাওড়া পুরসভায়।রাজনৈতিকভাবেই বিষয়টির মোকাবিলা করতে চাইছে সিপিএম।যদিও এই ঘটনা বিরোধীদের নাটক বলেই উড়িয়ে দিয়েছে তৃণমূল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।