Mobile Phone: ট্রেনে চুরি গিয়েছিল মোবাইল! হাওড়া জিআরপি ‘এই’ ভাবে ফিরিয়ে দিল সেই সব হারানো ফোন

Last Updated:

কোনটা দিল্লি তে আবার কোনটা আসামের প্রতন্তর গ্রাম থেকে চুরির মোবাইল উদ্ধার করে আসল মালিকদের ফিরিয়ে দিলো হাওড়া GRP

Howrah grp returned 25 stolen mobile phones to their original owner
Howrah grp returned 25 stolen mobile phones to their original owner
#হাওড়া: দূরপাল্লা থেকে লোকাল ট্রেনে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তাক লাগিয়ে দিলো হাওড়া GRP৷ ২৫টি চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইলগুলির আসল মালিকদের হাতে তুলে দেওয়া হল৷ ইদানিং সময়ে দেখা গেছে বিভন্ন এলাকার স্থানীয় থানার পুলিশ এই ধরণের মোবাইল উদ্ধার করে সেগুলি ফিরিয়ে দিয়েছে কিন্তু রেল পুলিশ এই ধরণের কাজ করছে তা আকছার শোনা যায় না |
এবার সেই কালিমা ঘোচালো রেলপুলিশ | মঙ্গলবার দুপুরে ২৫ টি উদ্ধার হওয়া মোবাইল ফিরিয়ে দিল হাওড়া GRP৷  হাওড়া GRP র ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর সিদ্ধার্থ রায় জানান, ‘‘এই কাজ রেলপুলিশ পক্ষে করা খুব কঠিন৷ একদিকে ম্যান পাওয়ার, অন্য দিকে হাওড়া স্টেশনের মতো ব্যস্ত স্টেশনের যাত্রীদের নিরাপত্তার বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ | ফলে এই ধরণের কাজ যদি স্থানীয়ভাবে হয় তাহলে আমাদের পুলিশ কর্মীরা সেগুলি উদ্ধার করা বা অভিযুক্তকে পাকড়াও করে ৷’’
advertisement
advertisement
তিনি আরও বলেন, ‘‘কিন্তু এই ২৫ টি মোবাইলের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই কঠিন ছিল৷ প্রতিটি ক্ষেত্রেই মোবাইলগুলি চুরি হয়েছে দূরপাল্লার ট্রেনে এমনকি চুরি হয়েছে ভিনরাজ্যে৷  বিভিন্ন দূরপাল্লার ট্রেনে সফর করার সময় সেগুলি চুরি হয়েছে৷  কিছু কিছু ক্ষেত্রে চুরি যাওয়ার দুদিন পর হাওড়া স্টেশনে ট্রেন আসার পর আমাদের কাছে অভিযোগ করেছেন | অর্থাৎ মোবাইল চুরি হওয়ার ২৪-৪৮ ঘন্টা পর আমরা সেটা জানতে পারছি | ততক্ষনে সেই মোবাইল গুলি হাজার মাইল দূরে পৌঁছে গেছে এমনকি হাত বদলও হয়ে গেছে৷’’
advertisement
তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘‘অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা তল্লাশি শুরু করি | মোবাইলের IMEI নাম্বার দিয়ে ট্র্যাক করা শুরু করি | বেশির ভাগ মোবাইল ট্র্যাক করে দেখা যায় মোবাইল রয়েছে দিল্লি, ঝাড়খণ্ড বা অসমের প্রত্যন্ত গ্রামে | একটি একটি করে মোবাইল উদ্ধার করতে গেলে অনেক সময় লেগে যাবে | মোবাইল ট্র্যাক করে, যিনি এই মোবাইল ব্যবহার করছে তার সঙ্গে ফোন কথা বলি, তাঁদেরকে অভিযোগ পত্র পাঠিয়ে তাঁদেরকেই বলা হয় মোবাইল গুলি কুরিয়ার করে দিতে৷  চুরির মোবাইল অজান্তেই ব্যবহারকারীরাও সেগুলি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন বলেই আজ আমরা সেগুলো আসল মালিকের হাতে পৌঁছে দিতে পারলাম৷’’
advertisement
এই ধরণের মোবাইল ফেরতের ঘটনা খুব বিরল৷ আর সেই বিরলতম কাজটি করে হাওড়া GRP র কর্মী থেকে আধিকারিকরা প্রত্যেকেই খুশি | অন্যদিকে মোবাইল ফিরে পেতে আশা এক মহিলা বলেন, ‘‘সাতমাস আগে দিল্লি থেকে ফেরার সময় ট্রেন ছাড়ার কিছু পর থেকেই মোবাইল খুঁজে পাইনি | ভাবিনি সেই মোবাইল বাংলায় বসে ফিরত পাব | অবস্যই মোবাইল ফিরিয়ে দেওয়ার পুরো কৃতিত্বই হাওড়া GRP র প্রতিটি পুলিশ কর্মীর৷’’
advertisement
Debasish Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Phone: ট্রেনে চুরি গিয়েছিল মোবাইল! হাওড়া জিআরপি ‘এই’ ভাবে ফিরিয়ে দিল সেই সব হারানো ফোন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement