Black Diamond Express: রেল লাইনে বড়সড় ফাটল, বরাতজোরে দুর্ঘটনা এড়ালো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এক্সপ্রেস ট্রেনটির ঠিক আগে সন্ধে সাড়ে ছ'টা নাগাদ সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন একই লাইন ধরে দুর্গাপুর থেকে পানাগড়ের দিকে আসছিল (Black Diamond Express)৷
#দুর্গাপুর: বড়সড় দুর্ঘটনা এড়ালো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস (Black Diamond Express:)৷ এ দিন ধানবাদ থেকে হাওড়া আসার পথে বরাত জোরে বড় বিপদ থেকে রক্ষা পেল এক্সপ্রেস ট্রেনটি৷ যে রেল লাইন ধরে ব্ল্যাক ডায়মন্ডের আসার কথা ছিল, তাতে বড়সড় ফাটল ধরা পড়ল দুর্গাপুর স্টেশনের কাছে৷ যদিও অন্য একটি ট্রেনের চালক সতর্ক করায় দুর্গাপুর স্টেশনেই থামিয়ে দেওয়া হয় এক্সপ্রেস ট্রেনটিকে৷
পূর্ব রেল সূত্রে খবর, এ দিন সন্ধ্যায় দুর্গাপুর (Durgapur) স্টেশনে পৌঁছয় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস৷ কিন্তু ওই এক্সপ্রেস ট্রেনটির ঠিক আগে সন্ধে সাড়ে ছ'টা নাগাদ সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন একই লাইন ধরে দুর্গাপুর থেকে পানাগড়ের দিকে আসছিল৷ দুর্গাপুর স্টেশন ছাড়ার পরই রেল লাইনে অস্বাভাবিক ঝাঁকুনি অনুভব করেন সেনাবাহিনীর ট্রেনটির চালক এবং গার্ড৷ তাঁরাই পানাগড় স্টেশনে খবর পাঠিয়ে স্টেশন কর্তৃপক্ষকে সতর্ক করেন৷ এর পরেই দুর্গাপুর স্টেশনে আটকে দেওয়া হয় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে৷
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেলকর্মীরা দেখেন, রেল লাইনে বড়সড় ফাটল তৈরি হয়েছে৷ সে কারণেই সেনাবাহিনীর বিশেষ ট্রেনটি যাওয়ার সময় চালক ঝাঁকুনি অনুভব করেন৷ দ্রুত শুরু হয় মেরামতি কাজ৷ ওই লাইন দিয়ে দ্রুত গতিতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস গেলে যাত্রী বোঝাই ট্রেনটি বেলাইন হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল বলে মনে করছে রেল কর্তৃপক্ষ৷ দুর্ঘটনা এড়ানোর জন্য সেনাবাহিনীর ওই বিশেষ ট্রেনটির চালক এবং গার্ডকেই কৃতিত্ব দিচ্ছেন রেল কর্মীরা৷

advertisement
এ ভাবেই ফাটল তৈরি হয়েছিল রেল লাইনে৷
রেল লাইন মেরামতির জন্য প্রায় দেড় ঘণ্টা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে দুর্গাপুর স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, 'ট্র্যাক ব্যবহারযোগ্য অবস্থায় আসার পর তবেই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসকে দুর্গাপুর থেকে হাওড়া অভিমুখে ছাড়া হয়।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2021 10:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Black Diamond Express: রেল লাইনে বড়সড় ফাটল, বরাতজোরে দুর্ঘটনা এড়ালো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস