রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে শহর পরিষ্কার অভিযান ! সৌজন্যে হাওড়া পুরসভা

Last Updated:

এবার থেকে বাড়ি বাড়ি দেওয়া হবে বজ্র জমানোর পাত্র একেবারে বিনা মূল্যে | রবীন্দ্র সঙ্গীত ব্যবহারে উঠছে ভিন্ন মত | 

#হাওড়া: এখন থেকে আপনার প্রতিদিন ঘুম ভাঙবে রবীন্দ্র সংগীত শুনে ৷ সৌজন্যে হাওড়া পুরসভার সাফাইকর্মীরা ৷ আর পুরনো বাঁশি নয়, এবার থেকে সাউন্ড বক্সে রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে আপনার ঘরের দরজায় কড়া নাড়বে পুরকর্মীরা | সংগ্রহ করবে আপনার সারাদিনের জঞ্জাল যা ঘরেই জমিয়েছেন আপনি ৷ এবার থেকে অত্যাধুনিক ব্যাটারি চালিত গাড়িতে হাইড্রোলিক লাগানো গাড়ি করে বাড়ি বাড়ি ময়লা সংগ্রহ করা হবে হাওড়া এলাকায় ৷ সেই ময়লাগুলির ধরন অনুযায়ী সেগুলিকে আলাদা করে পচনশীল ও অপচনশীল পদার্থকে আলাদা করে কমপ্রেস মেশিনের সাহায্যে সেগুলির পরিমাণ কামানো হবে ৷
হাওড়া পুরসভার একটি মাত্রা ডাম্পিং গ্রাউন্ড রয়েছে হাওড়া বেলগাছিয়া অঞ্চলে, সেই ডাম্পিং গ্রাউন্ডের ধারণ ক্ষমতা কমে যাওয়ায় এই ধরণের পদ্ধতি গ্রহণ করা হয়েছে ৷ বাড়িতে সাধারণত দুই থেকে তিন ধরণের ময়লা জমা হয়,পচনশীল,অপচনশীল ও সলিড ৷ সেই কথা মাথায় রেখেই অত্যাধুনিক এই ময়লা সংগ্রহের জন্য ব্যবহৃত হচ্ছে নতুন পদ্ধতিতে তৈরী গাড়ি ৷ গাড়িতে থাকবে চার চারটি বাক্স ৷ কোনটি পচনশীল ময়লার জন্য কোনটি আবার অপচনশীল, প্লাস্টিক জাতীয় আবার কোনোটিতে থাকবে সলিড ময়লা ফেলার জন্য ৷
advertisement
শুধু গাড়িতেই এই ভাগ নয়, আপনার বাড়িতেও থাকবে পুরসভার দেওয়া পাত্র ৷ একটি নীল রঙের পাত্র যাতে অপচনশীল ময়লা রাখতে হবে আরেকটি পাত্র থাকবে সবুজ রঙের পাত্র যাতে আপনাকে জমাতে হবে পচনশীল পদার্থ ৷ গাড়ি এলেই আপনাকে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে জজ্ঞাল | সঙ্গে থাকবে সকাল সকাল রবীন্দ্র সংগীতের ডালি ৷ হাওড়া শহর জুড়ে ধীরে ধীরে এই পরিষেবা চালু হবে ৷
advertisement
advertisement
বৃহস্পতিবার হাওড়া পুরসভার ২২ নাম্বার ওয়ার্ড থেকে শুরু হল পরিষেবা ৷ হাওড়া পুরসভার কমিশনার জানিয়েছে ক্লিন সিটি গ্রিন সিটি প্রকল্পে এই কাজ শুরু করা হয়েছে, পচনশীল ময়লা দিয়ে বিভিন্ন সার তৈরির বিষয়ে ভাবনা চিন্তা চলছে ৷ কীভাবে এই ময়লাগুলিকে পুনরায় কাজে লাগানো যায় সেই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে ৷ তবে এই রকম একটি প্রকল্পে রবীন্দ্রসংগীতের ব্যবহার নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন সমাজের বিশিষ্ট মানুষ জনেরা৷
advertisement
রবীন্দ্রসংগীতের অপব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন আবার অনেকেই বলছেন সকাল সকাল রবি ঠাকুরে গানে ঘুম ভাঙলে ক্ষতি কি ?
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে শহর পরিষ্কার অভিযান ! সৌজন্যে হাওড়া পুরসভা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement