Howrah: মাছ খাওয়ায় তিন বাঘরোলকে হত্যা, হাওড়ার দুই ভাইকে ধরতে পুরস্কার ঘোষণা বন দফতরের

Last Updated:

স্থানীয় সূত্রেই বন দফতর জানতে পারে, প্রভাস পাত্র এবং প্রতাপ পাত্র নামে স্থানীয় বাসিন্দা দুই ভাই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বাঘরোলগুলিকে হত্যা করেছে (Fishing Cat Killed in Howrah)৷

হাওড়ায় তিনটি বাঘরোলকে বিষ খাইয়ে হত্যা৷ প্রতীকী চিত্র, Photo-PTI
হাওড়ায় তিনটি বাঘরোলকে বিষ খাইয়ে হত্যা৷ প্রতীকী চিত্র, Photo-PTI
#হাওড়া: বাগনানে তিন তিনটি বাঘরোলকে (Fishing Cat) একসঙ্গে হত্যায় অভিযুক্ত দুই ভাইকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা করল রাজ্য বন দফতর৷ লুপ্তপ্রায় তিনটি প্রাণীর হত্যাকারী হিসেবে ইতিমধ্যেই বাগনানের বাসিন্দা দুই ভাইকে চিহ্নিত করেছে বন দফতর এবং পুলিশ৷ ওই দুই অভিযুক্তকে ধরার ক্ষেত্রে যে বা যাঁরা সাহায্য করবেন, তাঁদের সামাজিক স্বীকৃতিও দেওয়া হবে বলে হাওড়া (Howrah) ডিভিশনাল ফরেস্ট অফিসের তরফে জানানো হয়েছে৷
গত বৃহস্পতিবার বাগনানের কালিকাপুরে একসঙ্গে তিনটি বাঘরোলকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ রাস্তার ধারে পায়ে দড়ি বাঁধা অবস্থায় পড়েছিল প্রাণীগুলি৷
advertisement
তিনটি বাঘরোলের দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের সাহায্য নিয়ে খোঁজখবর করতে শুরু করে বন দফতর৷ স্থানীয় সূত্রেই বন দফতর জানতে পারে, প্রভাস পাত্র এবং প্রতাপ পাত্র নামে স্থানীয় বাসিন্দা দুই ভাই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বাঘরোলগুলিকে হত্যা করেছে৷ দুই ভাইয়ের বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগও দায়ের করে বন দফতর৷
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রভাস এবং প্রতাপ পাত্রের মাছের ব্যবসা রয়েছে৷ বাঘরোলগুলি মাঝে মধ্যে সেই মাছ খেয়ে নিত৷ সেই কারণেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে প্রাণী তিনটিকে হত্যা করে দুই অভিযুক্ত৷
তবে বাঘরোল হত্যা কাণ্ডে প্রভাসের ভূমিকাই বেশি বলে স্থানীয় সূত্রে পুলিশ ও বন দফতর জানতে পেরেছে৷ দুই ভাইয়ের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ৷ কিন্তু অভিযুক্ত দু' জনের দ্রুত নাগাল পেতে আর্থিক পুরস্কার ঘোষণা করল বন দফতর৷
advertisement
হাওড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার রাজু সরকার জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্টেও বিষক্রিয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন ডিএফও৷ দোষীদের ধরতে বন দফতরের তৎপরতায় খুশি পশুপ্রেমী সংগঠনের সদস্যরাও৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: মাছ খাওয়ায় তিন বাঘরোলকে হত্যা, হাওড়ার দুই ভাইকে ধরতে পুরস্কার ঘোষণা বন দফতরের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement