Howrah: মাছ খাওয়ায় তিন বাঘরোলকে হত্যা, হাওড়ার দুই ভাইকে ধরতে পুরস্কার ঘোষণা বন দফতরের

Last Updated:

স্থানীয় সূত্রেই বন দফতর জানতে পারে, প্রভাস পাত্র এবং প্রতাপ পাত্র নামে স্থানীয় বাসিন্দা দুই ভাই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বাঘরোলগুলিকে হত্যা করেছে (Fishing Cat Killed in Howrah)৷

হাওড়ায় তিনটি বাঘরোলকে বিষ খাইয়ে হত্যা৷ প্রতীকী চিত্র, Photo-PTI
হাওড়ায় তিনটি বাঘরোলকে বিষ খাইয়ে হত্যা৷ প্রতীকী চিত্র, Photo-PTI
#হাওড়া: বাগনানে তিন তিনটি বাঘরোলকে (Fishing Cat) একসঙ্গে হত্যায় অভিযুক্ত দুই ভাইকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা করল রাজ্য বন দফতর৷ লুপ্তপ্রায় তিনটি প্রাণীর হত্যাকারী হিসেবে ইতিমধ্যেই বাগনানের বাসিন্দা দুই ভাইকে চিহ্নিত করেছে বন দফতর এবং পুলিশ৷ ওই দুই অভিযুক্তকে ধরার ক্ষেত্রে যে বা যাঁরা সাহায্য করবেন, তাঁদের সামাজিক স্বীকৃতিও দেওয়া হবে বলে হাওড়া (Howrah) ডিভিশনাল ফরেস্ট অফিসের তরফে জানানো হয়েছে৷
গত বৃহস্পতিবার বাগনানের কালিকাপুরে একসঙ্গে তিনটি বাঘরোলকে মৃত অবস্থায় পাওয়া যায়৷ রাস্তার ধারে পায়ে দড়ি বাঁধা অবস্থায় পড়েছিল প্রাণীগুলি৷
advertisement
তিনটি বাঘরোলের দেহ উদ্ধারের ঘটনায় পুলিশের সাহায্য নিয়ে খোঁজখবর করতে শুরু করে বন দফতর৷ স্থানীয় সূত্রেই বন দফতর জানতে পারে, প্রভাস পাত্র এবং প্রতাপ পাত্র নামে স্থানীয় বাসিন্দা দুই ভাই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বাঘরোলগুলিকে হত্যা করেছে৷ দুই ভাইয়ের বিরুদ্ধে বাগনান থানায় অভিযোগও দায়ের করে বন দফতর৷
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রভাস এবং প্রতাপ পাত্রের মাছের ব্যবসা রয়েছে৷ বাঘরোলগুলি মাঝে মধ্যে সেই মাছ খেয়ে নিত৷ সেই কারণেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে প্রাণী তিনটিকে হত্যা করে দুই অভিযুক্ত৷
তবে বাঘরোল হত্যা কাণ্ডে প্রভাসের ভূমিকাই বেশি বলে স্থানীয় সূত্রে পুলিশ ও বন দফতর জানতে পেরেছে৷ দুই ভাইয়ের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ৷ কিন্তু অভিযুক্ত দু' জনের দ্রুত নাগাল পেতে আর্থিক পুরস্কার ঘোষণা করল বন দফতর৷
advertisement
হাওড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার রাজু সরকার জানিয়েছেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্টেও বিষক্রিয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন ডিএফও৷ দোষীদের ধরতে বন দফতরের তৎপরতায় খুশি পশুপ্রেমী সংগঠনের সদস্যরাও৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: মাছ খাওয়ায় তিন বাঘরোলকে হত্যা, হাওড়ার দুই ভাইকে ধরতে পুরস্কার ঘোষণা বন দফতরের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement