জলের অপচয় রুখতে শিক্ষা দিচ্ছে স্কুল...

Last Updated:

পূর্ব বর্ধমানের বড়শূল নিম্ন বুনিয়াদি স্কুল। এখানে শুধু ঘাড় গুঁজে বইয়ের পড়া মুখস্থ নয়, পরিবেশ বাঁচানোর পাঠও দেওয়া হয়।

#পূর্ব বর্ধমান: বিশ্বজুড়ে জল সংকট ব্যাপক আকার নিচ্ছে। জলের অপচয় রুখতে তাই এখনই ব্যবস্থা নিতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। এই সার কথাটি বুঝেছে খুদে পড়ুয়ারা।
পূর্ব বর্ধমানের বড়শূল নিম্ন বুনিয়াদি স্কুল। এখানে শুধু ঘাড় গুঁজে বইয়ের পড়া মুখস্থ নয়, পরিবেশ বাঁচানোর পাঠও দেওয়া হয়। শিক্ষকদের সাহায্য নিয়ে ওরা স্কুল চত্বরেই তৈরি করে ফেলেছে জল ধরো জল ভরো প্রকল্প। স্কুলমাঠের এককোণে রয়েছে গাছবাড়ি। ওটাই স্কুলের লাইব্রেরি। বৃষ্টির জল গাছবাড়ির ছাদ থেকে পাইপের মাধ্যমে পৌঁছচ্ছে ট্যাঙ্কে। সেখানেই হচ্ছে জল শোধন। সেই জলে হাত ধোয়া, বাসন মাজার কাজ করে পড়ুয়ারা। বৃষ্টির জল আবার প্রকৃতির বুকেই ফিরিয়ে দিচ্ছে ওরা। শুধু স্কুলে নয়, এলাকাবাসীদেরও সচেতন করছে পড়ুয়ারা।
advertisement
এই প্রকল্পে একদিকে যেমন জল বাঁচছে তেমনি বাঁচছে বিদ্যুৎও। পাম্প চালিয়ে মাটির তলার জল তুলতে হচ্ছে না। প্রকৃতির জল, বিদ্যুৎের ভান্ডার বাঁচাতে ওরা এগিয়ে এসেছে। খুদে প্রাণগুলোর আশা ওদের মতই একদিন সবাই এগিয়ে আসবে। আমরা যে ভয়ানক জল সংকটের মুখোমুখি হতে চলেছি তা হয়তো আরও কিছুদিন ঠেকিয়ে রাখা যাবে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলের অপচয় রুখতে শিক্ষা দিচ্ছে স্কুল...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement