মিথ্যে অপহরণের ছক কষে মুক্তিপণের দাবি, গ্রেফতার বধূ ও প্রেমিক

Last Updated:

অপহরণের ছক কষে ধৃত বধূ ও প্রেমিক ৷ ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ৷

#হাসনাবাদ: অপহরণের ছক কষে ধৃত বধূ ও প্রেমিক ৷ ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ৷
জানা গিয়েছে, টাকি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ওই গৃহবধূপ্রেমিকের সঙ্গে পালিয়ে যান ৷ কলেজ যাওয়ার নাম করে বাড়িতে বের হয় ৷ কিন্তু এরপর আর বাড়ি ফেরেনি সে ৷ পরে সেদিন রাতে মহিলার শ্বশুরের ফোনে  ১০ লক্ষ টাকা মুক্তিপণের এসএমএসে আসে ৷ এরপর স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে মহিলার শ্বশুর ৷ থানায় গিয়ে মহিলার শ্বশুর তপন সমাদ্দার অভিযোগে জানান, মেসেজে তাকে বলা হয় ১০ লক্ষ টাকা না দিলে তার পুত্রবধূকে হত্যা করা হবে ৷
advertisement
এরপর ১২ তারিখ মহিলা তার শ্বশুর বাড়িতে ফোন করে যায় যারা তাকে অপহরণ করেছিল তারা তাকে ধর্মতলায় ছেড়ে দিয়ে চলে গিয়েছে ৷ ফোন পেয়ে ধর্মতলায় গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে তপনবাবু ৷ অন্যদিকে তপনবাবুর কাছে আসা মেসেজের সূত্রে ধরে দীঘা থেকে সঞ্জীব মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ ৷
advertisement
advertisement
যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় সঞ্জীবের ৷ দু’জনে পরিকল্পিত ভাবেই দীঘা ঘুরতে যায় ৷ সেই সময় মহিলার শ্বশুর যিনি স্বর্ণ ব্যবসায়ী তার কাছে টাকা চেয়ে মেসেজ পাঠায় যুবক ৷ যুবকের বয়ান অনুযায়ী, ওই মহিলাকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ আজ তাদের বসিরহাট আদালতে পেশ করা হয়েছে ৷ যুবকের চারদিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মিথ্যে অপহরণের ছক কষে মুক্তিপণের দাবি, গ্রেফতার বধূ ও প্রেমিক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement