South 24 Parganas News: পেয়ারাবাগানে আচমকা কামড় দিল বিষধর, পাল্টা গৃহবধূ যা করলেন ভাবতেও পারবেন না
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
দশ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি, ফের বাগানে কাজ করতে গিয়ে বিষধর চন্দ্রবোড়া সাপের কামড় খেলেন গৃহবধূ
ক্যানিং: ঠিক যেন দশ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি। দশ বছর আগেও ঠিক একই ভাবে বাড়ির উঠানে নিজের বাগানে কাজ করছিলেন কৃষ্ণা নস্কর। হাতে চন্দ্রবোড়া সাপের কামড় খান সেই সময়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাঁর কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল।
ঘটনার ঠিক দশ বছর পর ফের চন্দ্রবোড়া সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হলেন কৃষ্ণা। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এদিনও বাড়ির সামনে উঠানে বাগান পরিস্কারের কাজ করছিলেন তিনি। সেই সময় ফের চন্দ্রবোড়া সাপের কামড় খান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পরিবারের সদস্যরাই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তবে এবার তাঁর অবস্থা স্থিতিশীল। এদিন সাপের কামড় খেয়ে জ্যান্ত সাপটিকেই ধরে নিয়ে হাসপাতালে আসেন কৃষ্ণা ও তাঁর পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানিয়েছেন চন্দ্রবোড়া সাপ একটি বিষধর প্রজাতির সাপ। যার কামড়ে মানুষের শরীরে রক্ত তঞ্চন ব্যবস্থা নষ্ট হয়ে যায়। কিডনি কাজ করা বন্ধ করে দেয়।
advertisement
advertisement
কৃষ্ণাকে এবার যে চন্দ্রবোড়া সাপ কামড়েছিল সেই সাপটি তুলনায় অনেকটা ছোট। চিকিৎসকদের দাবি সাপ ছোট হলেও বিষের তীব্রতা যথেষ্ট মারাত্মক। তবে ছোট সাপ হওয়ায় তার বিষথলির পরিমাপ ছোট, তাই বড় সাপ এক ছোবলে যতটা বিষ মানুষের শরীরে ঢালতে পারে, ছোট সাপ ততটা ঢালতে পারে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 4:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পেয়ারাবাগানে আচমকা কামড় দিল বিষধর, পাল্টা গৃহবধূ যা করলেন ভাবতেও পারবেন না