South 24 Parganas News: পেয়ারাবাগানে আচমকা কামড় দিল বিষধর, পাল্টা গৃহবধূ যা করলেন ভাবতেও পারবেন না

Last Updated:

দশ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি, ফের বাগানে কাজ করতে গিয়ে বিষধর চন্দ্রবোড়া সাপের কামড় খেলেন গৃহবধূ

ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা 
ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা 
ক্যানিং: ঠিক যেন দশ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি। দশ বছর আগেও ঠিক একই ভাবে বাড়ির উঠানে নিজের বাগানে কাজ করছিলেন কৃষ্ণা নস্কর। হাতে চন্দ্রবোড়া সাপের কামড় খান সেই সময়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতাল ও পরে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাঁর কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল।
ঘটনার ঠিক দশ বছর পর ফের চন্দ্রবোড়া সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হলেন কৃষ্ণা। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এদিনও বাড়ির সামনে উঠানে বাগান পরিস্কারের কাজ করছিলেন তিনি। সেই সময় ফের চন্দ্রবোড়া সাপের কামড় খান। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পরিবারের সদস্যরাই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তবে এবার তাঁর অবস্থা স্থিতিশীল। এদিন সাপের কামড় খেয়ে জ্যান্ত সাপটিকেই ধরে নিয়ে হাসপাতালে আসেন কৃষ্ণা ও তাঁর পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানিয়েছেন চন্দ্রবোড়া সাপ একটি বিষধর প্রজাতির সাপ। যার কামড়ে মানুষের শরীরে রক্ত তঞ্চন ব্যবস্থা নষ্ট হয়ে যায়। কিডনি কাজ করা বন্ধ করে দেয়।
advertisement
advertisement
কৃষ্ণাকে এবার যে চন্দ্রবোড়া সাপ কামড়েছিল সেই সাপটি তুলনায় অনেকটা ছোট। চিকিৎসকদের দাবি সাপ ছোট হলেও বিষের তীব্রতা যথেষ্ট মারাত্মক। তবে ছোট সাপ হওয়ায় তার বিষথলির পরিমাপ ছোট, তাই বড় সাপ এক ছোবলে যতটা বিষ মানুষের শরীরে ঢালতে পারে, ছোট সাপ ততটা ঢালতে পারে না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: পেয়ারাবাগানে আচমকা কামড় দিল বিষধর, পাল্টা গৃহবধূ যা করলেন ভাবতেও পারবেন না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement