#হাওড়া: পুরনো বাড়ি ভেঙে বিপত্তি হাওড়ার সালকিয়ায় ৷ ঘটনাটি ঘটেছে, সালকিয়ার বাধাঘাটে ৷
সালকিয়ার বাধাঘাটে হঠাৎই ভেঙে পড়ে পুরনো একটি বাড়ি ৷ বাড়ির ভাঙা অংশে আটকে পড়েন বাসিন্দারা ৷ দমকল গিয়ে তাঁদের উদ্ধার করে ৷
বেলু়ড়-হাওড়া রোডে ভেঙে পড়ে বাড়িটি ৷ বাড়ি ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল ৷