বৃষ্টিতে ঘর ভেঙে চাপা পড়লেন দম্পতি! সাহায্যের হাত বাড়িয়ে পৌরসভা যা করল... খুশি সকলে!
- Published by:
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
ভারী বৃষ্টি হতেই টালির চাল ভেঙে যায়। সেই সময় বাড়িতেই ঘুমোচ্ছিলেন সন্তোষ ও তাঁর স্ত্রী। টালির চাল ভেঙে চাপা পড়ে যান দু'জনে।
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগণা: ভারী বৃষ্টির জেরে দুর্বল ঘর ভেঙে মহেশতলায় চাপা পড়লেন দম্পতি। ওই দম্পতির নাম সন্তোষ মণ্ডল ও কনক মণ্ডল। মহেশতলা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের আকড়া কর্মকার পাড়ায় এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, সন্তোষ মণ্ডল ও তাঁর স্ত্রী থাকতেন ওই বাড়িতে। কোনও রকমে কাজ করে সংসার চালান ওই ব্যক্তি। ঘর ভেঙে যাওয়ায় তাঁরা অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন। জানা যাচ্ছে, বৃষ্টির অনেক আগে থেকেই বাড়ির অবস্থা খারাপ ছিল। তবে সন্তোষের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে বাড়িটি মেরামত করতে পারেননি।
আরও পড়ুনঃ সুন্দরবনে মাছ ধরা যাচ্ছে না! এমনটাও হয়?
advertisement
advertisement
এদিকে ভারী বৃষ্টি হতেই টালির চাল ভেঙে যায়। সেই সময় বাড়িতেই ঘুমোচ্ছিলেন সন্তোষ ও তাঁর স্ত্রী। টালির চাল ভেঙে চাপা পড়ে যান দু’জনে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে কোনও রকমে তাঁদের উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য পাঠান। জানা যাচ্ছে, ঘর ভেঙে চাপা পড়ার পর ওই দম্পতির প্রাণহানিও হতে পারত বলে আশঙ্কা করেছিলেন স্থানীয়রা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর মহেশতলা পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা বেরাকে খবর দেওয়া হলে তিনি ওই পরিবারের পাশে এসে দাঁড়ান। সন্তোষ ও তাঁর স্ত্রীকে থাকার জন্য অস্থায়ীভাবে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন কাউন্সিলর। অন্যদিকে সোমার কর্মীরা ভেঙে পড়া ঘরটি সারানোর ব্যবস্থা করেছেন।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 4:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃষ্টিতে ঘর ভেঙে চাপা পড়লেন দম্পতি! সাহায্যের হাত বাড়িয়ে পৌরসভা যা করল... খুশি সকলে!