Horrific Accident: ভয়ঙ্কর! ২৬ জন পর্যটক নিয়ে উল্টে গেল গাড়ি, অযোধ্যা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বরানগরের ৭
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Horrific Accident: বরানগর থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক বোঝাই ট্রাভেলার গাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছে ৭ জন পর্যটক।
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামী: দুর্ঘটনার কবলে পর্যটকদের গাড়ি। বরানগর থেজে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে পর্যটক বোঝাই ট্রাভেলার গাড়ি।
রবিবার ভোর ৫ টা নাগাদ ঘটনাটি ঘটে ৬০ নং জাতীয় সড়কে বাঁকুড়ার ওন্দা থানার ভেদুয়াশোলে মোড়ে। ঘটনায় আহত হয়েছেন কলকাতা বরানগরের ৭ জন পর্যটক। গাড়িটি অতিরিক্ত গতিতে ছিল এবং গতি নিয়ন্ত্রন করতে না পেরে ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারলে ঘটনাটি ঘটে।
advertisement
advertisement
জানা গেছে বরানগর থেকে একটি ট্রাভেলার গাড়ি করে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন ২৬ জন পর্যটক। খড়্গপুর বাঁকুড়া জাতীয় সড়ক ধরে যাবার পথে ওন্দা থানার ভেদুয়াশোল মোড়ে একটি ট্রাকে ধাক্কা মারে পর্যটক বোঝাই ট্রাভেলার গাড়িটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওন্দা থানার পুলিশ।
advertisement
পর্যটকদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। পর্যটকদের দাবি, ঘটনায় ৭ জন আহত হয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক। চালক অতিরিক্ত গতিতে গাড়িটি চালাচ্ছিল। বারবার গতি কমানোর কথা বলা হলেও গাড়ির চালক কথা শোনেনি। অতিরিক্ত গতি থাকার ফলেই নিয়ন্ত্রন করতে না পেরে সামনে থাকা ট্রাকে ধাক্কা মারে। আর তাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2024 11:03 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Horrific Accident: ভয়ঙ্কর! ২৬ জন পর্যটক নিয়ে উল্টে গেল গাড়ি, অযোধ্যা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বরানগরের ৭