Chandannagar: সাংঘাতিক! গঙ্গায় স্নান করতে গিয়ে যা হল ভাইবোনের সঙ্গে, শুনলে শিউরে উঠবেন আপনিও...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Chandannagar: মুন্না নামের ওই যুবক এখানে থাকে না। বিহারের পাটনায় বাড়ি তার। এখানে ঘুরতে এসেছিল সে। শুক্রবার সে গঙ্গায় স্নান করতে যায় বোনকে নিয়ে। এখনও তাদের কোনো খোঁজ মেলেনি।
Saikat Biswas
#চন্দননগর: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দাদা ও বোন।চন্দননগর (Chandannagar) বিশালাক্ষ্মী ঘাটে স্নান করতে নেমেছিল তারা। কে জানত ভয়াবহ অঘটন রয়েছে তাদের ভাগ্য়ে? শুক্রবার দুপুরে জোয়ারের সময় স্নান করতে নেমেই হয় বিপত্তি। তলিয়ে যায় মুন্না কেওয়াট ও বোন সন্ধ্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মুন্না নামের ওই যুবক এখানে থাকে না। বিহারের পাটনায় বাড়ি তার। এখানে ঘুরতে এসেছিল সে। শুক্রবার সে গঙ্গায় স্নান করতে যায় বোনকে নিয়ে। এখনও তাদের কোনো খোঁজ মেলেনি।
advertisement
advertisement
একই দিনে একইরকম ঘটনা ঘটেছে বালীতে। উদয়নারায়ণপুরের নয়াচক এলাকায় দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছেন ৪ জন। বৃহস্পতিবার হাওড়ার দাশনগর থেকে এলাকা থেকে ১১ জনের একটি বন্ধুদের দল নয়াচকের কালীপুজো দেখতে আসে। শুক্রবার দুপুরে দামোদরে স্নান করতে নামে ১১ জনই। কিন্তু তার মধ্যে চারজন জলের তোড়ে তলিয়ে যায়। ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা। কারও দেহ উদ্ধার করা যায়নি।
advertisement
প্রসঙ্গত, এর আগেও দামোদরে এমন দুর্ঘটনা ঘটেছে। গত বছর হোলির দিন সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল দুর্গাপুরে৷ আর সেই সময়ই দামোদরে জলে ডুবে একসঙ্গে মৃত্যু হয়েছিল চার কিশোরের৷ হাসপাতালে ভর্তি ছিল আরও চার জন৷ হোলির দিন সকালে দুর্গাপুরের করঙ্গপাড়া থেকে সাত কিশোর দুর্গাপুর ব্যারেজে দামোদর নদে স্নান করতে নেমেছিল।
চন্দনগরের ওই ঘটনায় শোকের ছায়া পরিবারে। ভাইবোনের একত্রে তলিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছে পরিবার। অবশ্য় তল্লাশিও চলছে জোরকদমে। ঘাটের নিরাপত্তা আরও বাড়ানোর কথা বলছেন স্থানীয়েরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2022 4:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chandannagar: সাংঘাতিক! গঙ্গায় স্নান করতে গিয়ে যা হল ভাইবোনের সঙ্গে, শুনলে শিউরে উঠবেন আপনিও...