হুগলিতে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', জেলা পরিষদ কর্মাধ্যক্ষের ওপর হামলা

Last Updated:

হুগলির জেলা পরিষদ কর্মাধ্যক্ষের ওপর হামলার ঘটনায় সামনে আসছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বই। ঘটনায় ধৃত তিন তৃণমূল কর্মীকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শ্রীরামপুর আদালত।

#হুগলি: হুগলির জেলা পরিষদ কর্মাধ্যক্ষের ওপর হামলার ঘটনায় সামনে আসছে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বই। ঘটনায় ধৃত তিন তৃণমূল কর্মীকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শ্রীরামপুর আদালত। সোমবার রাতে হুগলির চণ্ডীতলায়, তৃণমূল অফিসে ঢুকে আসফার হোসেনের হামলা চালায় দুষ্কৃতীরা। মাথায় চপারের কোপ মারার পর, মৃত্যু নিশ্চিত করতে গুলিও করা হয় ওই তৃণমূল নেতাকে।
চণ্ডীতলার ঘটনায় ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকারের গোষ্ঠীকোন্দল নতুন কিছু নয়। বারবার চোরাগোপ্তা হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটে। সেই দ্বন্দ্বের বলি এবার জেলা পরিষদের মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ। যার সূত্রপাত সোমবার রাত ন'টা নাগাদ।
চণ্ডীতলার ভগবতীপুরে তৃণমূল পার্টি অফিসে কর্মী-সমর্থকদের সঙ্গে আলোচনা করছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অফিসার ৷ সেইসময়ে বাইকে চড়ে অফিসে চড়াও হয় ৩-৪ জন সশস্ত্র দুষ্কৃতী ৷ প্রত্যেকের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল ৷ অফিসারের মাথায় চপারের কোপ মারে দুষ্কৃতীরা ৷ মৃত্যু নিশ্চিত করতে বুকে গুলিও করা হয় ৷ অপারেশন সেরে এলাকায় বোমাবাজি করে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷
advertisement
advertisement
আশঙ্কাজনক অবস্থায় রাতেই চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় আফসার হোসেনকে। সেখান থেকে কলকাতায় এসএসকেএম-এ আনা হয় তাঁকে। মঙ্গলবার অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দেকারের ঘনিষ্ঠ বলে পরিচিত আফসার হোসেন। হামলার পর তিনি প্রকাশ্যেই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানান।
advertisement
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনার পর এখনও থমথমে চণ্ডীতলার ভগবতীপুর। উত্তেজনা কমাতে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। নামানো হয় র‍্যাফও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হুগলিতে তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্ব', জেলা পরিষদ কর্মাধ্যক্ষের ওপর হামলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement