Police Officer Shootout: গাড়িতে রাখা 'যৌনতাবর্ধক ওষুধ’, ‘রহস‍্যময়ী নারী’ কে? চণ্ডীতলা থানার বড়বাবুকে গুলির ঘটনায় নয়া মোড়!

Last Updated:

Police Officer Car Shootout in Howrah: বুধবার রাতে হাওড়াতে গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। থানার বড়বাবুর গাড়ির ভিতরেই এক মহিলার উপস্থিতিতে চলে গুলি।

গাড়িতে রাখা ব‍্যাগে ‘বিশেষ ওষুধ’, ‘রহস‍্যময়ী নারী’ কে? চণ্ডীতলা থানার বড়বাবুকে গুলির ঘটনায় নয়া মোড়!
গাড়িতে রাখা ব‍্যাগে ‘বিশেষ ওষুধ’, ‘রহস‍্যময়ী নারী’ কে? চণ্ডীতলা থানার বড়বাবুকে গুলির ঘটনায় নয়া মোড়!
হাওড়া: গতকাল, বুধবার রাতে হাওড়াতে গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। থানার বড়বাবুর গাড়ির ভিতরেই এক মহিলার উপস্থিতিতেগাড়িতে রাখা ‘যৌনতাবর্ধক ওষুধ’, ‘রহস‍্যময়ী নারী’ কে? চণ্ডীতলা থানার বড়বাবুকে গুলির ঘটনায় নয়া মোড়! চলে গুলি। জখম অবস্থায় পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেই ঘটনার তদন্তে এবার নতুন মোড়। গ‍াড়ি থেকে উদ্ধার হয়েছে একটি ব‍্যাগ। ব‍্যাগ থেকে মিলেছে যৌনশক্তি বর্ধক ওষুধ (সেক্স ট্যাবলেট) থেকে শুরু করে অন‍্যান‍্য বিভিন্ন সরঞ্জাম।
সূত্রের খবর অনুযায়ী, হুগলির চণ্ডীতলা থানার আইসির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তদন্তে হাওড়া শিবপুর থানার পুলিশ। ঘটনার থানার বড়বাবুর সঙ্গে গাড়িতে থাকা মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকে গাড়িতে থাকা ‘রহস‍্যময়ী’কে নিয়ে ছড়ায় চাঞ্চল‍্য। জানা গিয়েছে মহিলার বাড়ি সাঁকরাইলের পোঁদরা এলাকায়। হুগলি পুলিশের একটি দল এসেছে হাওড়াতে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে হাওড়ার নেতাজি সুভাষ রোডের উপরে চণ্ডীতলা থানার আইসি জয়ন্তবাবুর নিজের গাড়ির ভিতরেই এই ঘটনা ঘটে৷ গুলি চলার সময় গাড়িতে জয়ন্তবাবু ছাড়াও এক মহিলা সহ আর চার জন ছিলেন বলে জানা গিয়েছে৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গাড়ির ভিতরেই কোনও বিষয় নিয়ে গন্ডগোল শুরু হয়৷ কথা কাটাকাটির মধ্যেই আচমকা গুলি চলে৷ গুলি লাগে জয়ন্তবাবুর হাতে৷ এর পরই আহত অবস্থায় ওই পুলিশ আধিকারিককে হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Officer Shootout: গাড়িতে রাখা 'যৌনতাবর্ধক ওষুধ’, ‘রহস‍্যময়ী নারী’ কে? চণ্ডীতলা থানার বড়বাবুকে গুলির ঘটনায় নয়া মোড়!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement