Police Officer Shootout: গাড়িতে রাখা 'যৌনতাবর্ধক ওষুধ’, ‘রহস্যময়ী নারী’ কে? চণ্ডীতলা থানার বড়বাবুকে গুলির ঘটনায় নয়া মোড়!
- Reported by:Debashish Chakraborty
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Police Officer Car Shootout in Howrah: বুধবার রাতে হাওড়াতে গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। থানার বড়বাবুর গাড়ির ভিতরেই এক মহিলার উপস্থিতিতে চলে গুলি।
হাওড়া: গতকাল, বুধবার রাতে হাওড়াতে গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। থানার বড়বাবুর গাড়ির ভিতরেই এক মহিলার উপস্থিতিতেগাড়িতে রাখা ‘যৌনতাবর্ধক ওষুধ’, ‘রহস্যময়ী নারী’ কে? চণ্ডীতলা থানার বড়বাবুকে গুলির ঘটনায় নয়া মোড়! চলে গুলি। জখম অবস্থায় পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেই ঘটনার তদন্তে এবার নতুন মোড়। গাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাগ। ব্যাগ থেকে মিলেছে যৌনশক্তি বর্ধক ওষুধ (সেক্স ট্যাবলেট) থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সরঞ্জাম।
সূত্রের খবর অনুযায়ী, হুগলির চণ্ডীতলা থানার আইসির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তদন্তে হাওড়া শিবপুর থানার পুলিশ। ঘটনার থানার বড়বাবুর সঙ্গে গাড়িতে থাকা মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকে গাড়িতে থাকা ‘রহস্যময়ী’কে নিয়ে ছড়ায় চাঞ্চল্য। জানা গিয়েছে মহিলার বাড়ি সাঁকরাইলের পোঁদরা এলাকায়। হুগলি পুলিশের একটি দল এসেছে হাওড়াতে।
আরও পড়ুন: মহাশিবরাত্রির ঠিক আগের দিনেই বুধের উদয়! হঠাত্ কপাল খুলে যাবে ৫ রাশির, দু’হাত ভরে আসবে টাকা
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাতে হাওড়ার নেতাজি সুভাষ রোডের উপরে চণ্ডীতলা থানার আইসি জয়ন্তবাবুর নিজের গাড়ির ভিতরেই এই ঘটনা ঘটে৷ গুলি চলার সময় গাড়িতে জয়ন্তবাবু ছাড়াও এক মহিলা সহ আর চার জন ছিলেন বলে জানা গিয়েছে৷
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গাড়ির ভিতরেই কোনও বিষয় নিয়ে গন্ডগোল শুরু হয়৷ কথা কাটাকাটির মধ্যেই আচমকা গুলি চলে৷ গুলি লাগে জয়ন্তবাবুর হাতে৷ এর পরই আহত অবস্থায় ওই পুলিশ আধিকারিককে হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2025 4:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Officer Shootout: গাড়িতে রাখা 'যৌনতাবর্ধক ওষুধ’, ‘রহস্যময়ী নারী’ কে? চণ্ডীতলা থানার বড়বাবুকে গুলির ঘটনায় নয়া মোড়!










