'চলতি কা নাম' প্রচার, হুড খোলা গাড়িতে প্রচার

Last Updated:
#হুগলি: দিনরাতের তুমুল ব্যস্ততা। সকালে তৃণমূল...তো, বিকেলে বিজেপি। মাঝে স্টিয়ারিং বামেদের হাতে । রাজনীতির রং অজানা। তবু তাকে ছাড়া ভোট প্রচার অসম্পূর্ণ। ভোটের দামামা বাজতেই তুঙ্গে চাহিদা। গতি বাড়ছে চুঁচুড়ার মলয় দাসের হুড-খোলা জিপের। ঝড় উঠেছে চলতি কা নাম প্রচারের।।
ভোটে আছে..প্রচারেও আছে। হুড-খোলা জিপেই প্রচার তুঙ্গে হুগলিতে।। না....এ জিপ তৃণমূল-বিজেপি বোঝে না।। দু-দলের ঠান্ডা লড়াইয়েও সে নেই। তবু তাকে পেতে হন্যে সেলিব্রিটি প্রার্থীরা।
কয়েক বছর আগে শখ করেই এই হুড-খোলা জিপ কেনেন চুঁচুড়ার ব্যবসায়ী মলয় দাস। যানজটে এলোমেলো রাস্তায় মাথা-খোলা জিপে রাজার মত চলাফেরা করাই ছিল শখ। তাঁর সাধের জিপ নজর কেড়েছিল শহরের। নজরে পড়েছিলেন রাজনীতিকদেরও। তখন থেকেই তিনি...থুড়ি..তাঁর জিপ হয়ে ওঠে রাজনৈতিক নেতাদের টার্গেট।
advertisement
advertisement
না করেননি মলয়। এই তো চেয়েছিলেন। সেই থেকেই তাঁর শখের গাড়ি সেলিব্রিটি প্রচারের অঙ্গ। গতবার লোকসভা ভোটে মলয়ের হুড খোলা জিপেই শ্রীরামপুরে প্রচারে ঝড় তুলেছিলেন বাপি লাহিড়ি, বাবুল সুপ্রিয়রা। হেভিওয়েট প্রচারের স্টাইল স্টেটমেন্ট হয়ে ওঠে তাঁর জিপ।। এবারও ভোটের দিনখন ঘোষণার আগে থেকেই বুকিং ফুল।চাহিদা প্রবল। সামাল দিতে আরও একটি হুড-খোলা জিপ কিনে ফেলেছেন।। জিপ দিলেও, ভাড়া নেন না মলয়। তাঁর একটাই স্বপ্ন.....হাজার লোকের মাঝে তাঁর জিপে চেপে ভোট চাইতে চাইতে এগিয়ে যাচ্ছেন প্রার্থীরা.।।
advertisement
শুধুই রাজনীতি নয়...এ গাড়ি সাক্ষী বহু শোভাযাত্রারও। পেশায় নয়....নেশাতেই এখন দৌড়চ্ছে চলতি কা নাম গাড়ির চাকা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'চলতি কা নাম' প্রচার, হুড খোলা গাড়িতে প্রচার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement