Hooghly News: কয়েক দশক ধরে খেলাধূলা করে শিশুরা! উত্তরপাড়ার সেই মাঠ বন্ধ করে চিকিৎসা কেন্দ্র, পুরসভার সিদ্ধান্তের প্রতিবাদ স্থানীয়দের

Last Updated:

Hooghly News: স্থানীয়দের দাবি, ছোট্ট এই শিশু উদ্যানে কয়েক দশক ধরে খেলাধুলা করে কচিকাঁচারা। ঘনবসতিপূর্ণ এলাকায় এই একটি মাত্র শিশুদের খেলার মাঠ রয়েছে। এখানে নির্মাণকাজ হলে এলাকার পরিবেশ নষ্ট হবে।

স্থানীয়দের প্রতিবাদ
স্থানীয়দের প্রতিবাদ
উত্তরপাড়া, হুগলি, রানা কর্মকারঃ খেলার মাঠকে বন্ধ করে চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা যাবে না! এবার এই নিয়ে প্রতিবাদে সরব হলেন এলাকার নাগরিকরা। হুগলি জেলার উত্তরপাড়ায় ঘটনাটি ঘটেছে। এদিন এই দাবিতে পোস্টার নিয়ে প্রতিবাদ সভা করেন স্থানীয়রা। সেই সঙ্গেই কাজ বন্ধ করার দাবিতে তাঁরা স্বাক্ষরও দেন।
হুগলির উত্তরপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া মডেল স্কুলের কাছে ধ্রুবেশ শিশু উদ্যান রয়েছে। বিপ্লবী ধ্রুবেশ চন্দ্র চট্টোপাধ্যায়ের নামে নামাঙ্কিত এই পার্ক। সেখানেই এবার তৈরি হবে উত্তরপাড়া পৌরসভা পরিচালিত চিকিৎসা কেন্দ্র। এই নিয়েই সমস্যা স্থানীয়দের। এই চিকিৎসা কেন্দ্র তৈরি করা নিয়েই প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ ডাকাতির উদ্দেশে দুষ্কৃতীদের জমায়েত! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, নগদ-ধারালো অস্ত্র সহ পাকড়াও ৫
স্থানীয়দের দাবি, ছোট্ট এই শিশু উদ্যানে কয়েক দশক ধরে খেলাধূলা করে কচিকাঁচারা। ঘনবসতিপূর্ণ এলাকায় এই একটি মাত্র শিশুদের খেলার মাঠ রয়েছে। এখানে নির্মাণকাজ হলে এলাকার পরিবেশ নষ্ট হবে।
advertisement
advertisement
এই দাবিতে এদিন এলাকার নাগরিকরা একত্রিত হয়ে হাতে পোস্টার নিয়ে প্রতিবাদ সভা করেন। চিকিৎসা কেন্দ্র তৈরির কাজ বন্ধের দাবিতে স্থানীয় লোকজন স্বাক্ষর দেন। তাঁদের দাবি, এলাকার এই শিশু উদ্যানকে নষ্ট করে চিকিৎসা কেন্দ্র তৈরি করা যাবে না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: কয়েক দশক ধরে খেলাধূলা করে শিশুরা! উত্তরপাড়ার সেই মাঠ বন্ধ করে চিকিৎসা কেন্দ্র, পুরসভার সিদ্ধান্তের প্রতিবাদ স্থানীয়দের