Hooghly News: প্রিয় শিক্ষকের বদলিতে উত্তেজনা ছড়াল পুড়শুড়ার স্কুলে
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
স্কুলের শিক্ষকের বদলি আটকাতে বিদ্যালয়ের সামনে এবং এসআই অফিসের গেটের সামনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বসে পড়েন।
পুড়শুড়া: দীর্ঘ ২২ বছর স্কুলে শিক্ষকতা করেছেন। দু’বছর রয়েছেন টিচার ইনচার্জে দায়িত্বে। এবার প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে অন্য স্কুলে চলে যাচ্ছেন প্রিয় শিক্ষক। স্কুলের শিক্ষকের বদলি আটকাতে বিদ্যালয়ের সামনে এবং এসআই অফিসের গেটের সামনেছাত্র-ছাত্রী ও অভিভাবকরা বসে পড়েন। এমনকি নতুন প্রধান শিক্ষককে স্কুলে না ঢুকতে দেওয়ার জন্য গেটে তালা ঝুলিয়ে দিলেন। ঘটনাটি হুগলির পুরশুড়ার জঙ্গলপাড়ার পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়। অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের দাবি এই বিদায়ী শিক্ষক দেবাশীষ চক্রবর্তীর হাত ধরে স্কুলে অনেক উন্নয়ন হয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের উন্নতি বেড়ে গেছে। তাই তারা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দেবাশীষ বাবুকে চান। নতুন কোন প্রধান শিক্ষককে স্কুলে মানবেন না। এদিন প্রত্যেকে স্কুলের গেটের সামনেও বসে পড়েন।
এই বিষয়ে অভিভাবকরা জানান, দেবাশীষ বাবুকে কোনমতেবদলি হতে দেব না। কারণ বিদ্যালয়ে যবে থেকে যোগদান করেছে সেদিন থেকে আস্তে আস্তে উন্নতি অনেক হয়েছে এমনকি পড়াশোনার দিক থেকেও এগিয়ে গেছে পড়ুয়ার। তাই আমরা প্রত্যেকে বদলি আটকাতে স্কুলের সামনে তালা পর্যন্ত ঝুলিয়ে দিয়ে। যতক্ষণ না তার বদলি বাতিল হবে আমরা বিভিন্ন প্রশাসনের দফতরে যাবে।স্কুলের শিক্ষক দেবাশীষ বাবু জানিয়েছেন সরকারের নির্দেশ মানতেই হবে। কিন্তু বহুদিন থেকে এই স্কুলের সঙ্গে জড়িয়ে থাকার কিছু আবেগ থেকে যায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অন্যদিকে এসআই অর্ণব মজুমদারের বক্তব্য সম্পূর্ণ সরকার এবং কাউন্সিলের মাধ্যমে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এলাকার অভিভাবকরা যখন দেবাশীষ বাবুকে চাইছেন আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।সব মিলিয়ে এখন দেখার ছাত্র ছাত্রীদের প্রিয় শিক্ষক বদলি হওয়া আটকাতে পারবেন কি না অন্য স্কুলে যেতে দিতে বাধ্য হয়।
advertisement
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2023 6:12 PM IST