Hooghly News: বেড়েই চলেছে ধারের খাতা! অঙ্গনওয়াড়ি সেন্টারের বেহাল অবস্থা
- Published by:Salmali Das
- hyperlocal
Last Updated:
Hooghly News|| বেহাল অবস্থায় চাঁপদানি পৌর এলাকার বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সঠিক সময় মতন বরাদ্দ টাকাও মিলছে না আইসিডিএস কর্মীদের। দোকানে বেড়েই চলেছে ধারের খাতা।
হুগলি: বেহাল অবস্থায় চাঁপদানি পৌর এলাকার বেশিরভাগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। সঠিক সময় মতন বরাদ্দ টাকাও মিলছে না আইসিডিএস কর্মীদের। দোকানে বেড়েই চলেছে ধারের খাতা। কবে হবে সুরাহ সেই দিকেই তাকিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি।
হুগলির চাঁপদানি পৌর এলাকায় রয়েছে ৬০ টির উপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের এমনটাই তাঁদের অভিযোগ। কর্মীদের দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে জ্বালানি, সবজি, ডিম কিনতে যে টাকা তাদের দেওয়া হয়। সেই টাকা তাঁরা সময় মত পাচ্ছেন না। ফলে ডিম, সবজি বিক্রেতারা এসে টাকা চাইছে। মাসের ১৫ তারিখ পেরিয়ে গেলেও এখনো এসে পৌঁছায়নি তাঁদের সেন্টার চালোর খরচ।
advertisement
advertisement
অন্যদিকে বেশ কটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এখনো কাঠের উনুনে চলছে রান্না। কোথায় দেখা যাচ্ছে টিনের চাল ফুটো হয়ে গেছে। একই ঘরের মধ্যে রান্নার ধোঁয়ার কারনে শিশু থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা অসুবিধায় পড়েছে বলে অভিযোগ। কোথাও কর্মীরা দাবি করছেন তাঁরা নিজের বাড়ির গ্যাস জ্বালিয়ে রান্না করছে আবার কেন্দ্রের পাখার ভাড়ার টাকাও তাদের দিতে হয়। এইভাবে চলতে থাকলে আগামী দিনে মা এবং শিশুদের পুষ্টিকর খাবার দিয়ে সমস্যায় হবে বলে দাবি কর্মীদের।
advertisement
এই বিষয়ে চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন তিনি জানান, টাকার সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে। তিনি খোঁজ নিয়ে দেখেছেন চলতি সপ্তাহের মধ্যেই টাকা এসে যাবে সবার কাছে। পরিকাঠামো গত যদি কোন ত্রুটি থাকে তবে সে বিষয়ে খতিয়ে দেখা হবে।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 8:56 PM IST









