Hooghly News: বারণ করছিলেন সবাই..., না শুনেই এগোলেন শেওড়াফুলির বাসিন্দা! চোখের নিমেষে চরম পরিণতি

Last Updated:

Hooghly News: ট্রেন লাইনের ক্রসিং এ যদি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে যেতেন তাহলে হয়ত বেঘোরে প্রাণটা হারাতে হত না এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। 

ঘটনাস্থলের ছবি
ঘটনাস্থলের ছবি
হুগলি: চরম ব্যস্ততা বর্তমান জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ। প্রতি মিনিট প্রতি সেকেন্ডে দৌড়োচ্ছে জীবন। আর সেই দ্রুত জীবনের দৌড়েই চরম পরিণতির শিকার হলেন আরও এক যুবক। জীবনের কোনও কোনও সময় একটু ধীরে চলা জরুরি এই বার্তাই দিয়ে গেল হুগলির বৈদ্যবাটির বাসিন্দা তারাশঙ্করের অকাল মৃত্যু। ট্রেন লাইনের ক্রসিং-এ যদি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে যেতেন তাহলে হয়তো বেঘোরে প্রাণটা হারাতে হত না তাঁকে এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার দুপুরে হাওড়া তারকেশ্বরগামী, লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বৈদ্যবাটির বাসিন্দা তারাশঙ্কর মণ্ডলের। রেলের ক্রসিং পড়েছিল ট্রেন আসবে তা ঘোষণাও করা করছিল। কিন্তু রেলের ক্রসিং এ দাঁড়ানোর সময় কার হাতে রয়েছে! দেখার তো কেউ নেই তাই টুপ করে লাইন পেরিয়ে আসতে চেয়েছিলেন তারাশঙ্কর। তবে অসাবধানতার কারনে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বছর ৪৬ এর তারাশঙ্কর মণ্ডলের।
advertisement
advertisement
বৈদ্যবাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারাশঙ্কর প্রতিদিনের মতন নিজের কাজে যাচ্ছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়াহুড়ো করে রেললাইন টপকাতে গিয়েছিলেন ওই ব্যক্তি। ক্রসিং এ দাঁড়িয়ে থাকা বাইক ও টোটো চালকরা বারণ করলেও তিনি রেললাইন ক্রস করতে যান। ঠিক তখনই পিছন দিক থেকে আসা একটি ডাউন তারকেশ্বর লোকাল এসে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। পরে রেল পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বারণ করছিলেন সবাই..., না শুনেই এগোলেন শেওড়াফুলির বাসিন্দা! চোখের নিমেষে চরম পরিণতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement