Hooghly News: মাধ্যমিক পরীক্ষা দিতে হলের মধ্যে বোনের বদলে কলেজ পড়ুয়া দিদি! তারপর ‌যা হল, হুগলিতে চমকে উঠল সকলে

Last Updated:

Madhyamik Exam 2025: জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য!

যে সেন্টারে ঘটনাটি ঘটে
যে সেন্টারে ঘটনাটি ঘটে
হুগলি: বোনের হয়ে পরীক্ষার হলে উপস্থিত দিদি! মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিনে এমনই ঘটনা শোরগোল সৃষ্টি হয়েছে। ঘটনাটি হুগলির চণ্ডীতলা গরলগাছা হাই স্কুলের। অ্যাডমিট কার্ডের সঙ্গে পরীক্ষার্থীর মুখের মিল খুঁজে না পাওয়ায় সন্দেহ হয় পরীক্ষকের। তারপরে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য!
জানা গিয়েছে, কুমিরমোরা আর কে এন হাইস্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন তার দিদি। তার দিদি যিনি একজন কলেজ পড়ুয়া ! স্কুলের পরীক্ষক জিজ্ঞাসাবাদ করতেই সামনে বেরিয়ে আসে গোটা ঘটনার আসল সত্য।পরীক্ষার হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভূয়ো তার পরই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চণ্ডীতলা থানার পুলিশ।
advertisement
advertisement
মাধ্যমিক পরীক্ষার ইমারজেন্সি রেসপন্স টিমের দায়িত্বপ্রাপ্ত কৌশিক শীল চণ্ডীতলা থানায় এসে বলেন, গরলগাছা গার্লস হাইস্কুলে পরীক্ষা ছিল কুমির মোরার আরকে এন হাই স্কুলের ছাত্রীদের। সেখানেই এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে ঢুকে পড়ে। ইনভিজিলেটর যিনি ছিলেন, তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের মিল নেই। তখনই তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় পরীক্ষার্থীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে এসেছে।
advertisement
তারপর যা যা করার পুলিশকে জানানো শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকদের জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি বিষয়টাকে ধরা গেছে এবং যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর, শিক্ষা দফতর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হওয়ার পরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
advertisement
—- রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মাধ্যমিক পরীক্ষা দিতে হলের মধ্যে বোনের বদলে কলেজ পড়ুয়া দিদি! তারপর ‌যা হল, হুগলিতে চমকে উঠল সকলে
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement