Hooghly News: চুঁচুড়ার হাসপাতালে বাজ পড়ে বিপত্তি, ক্ষতিগ্রস্ত অক্সিজেন ও বিদ্যুতের লাইন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
বজ্রপাতের অভিঘাতে হাসাপাতালের তিনতলায় ফিমেল জেনারেল ওয়ার্ডের ভিতর অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে ক্ষতি হয়। বাজ পড়ে অক্সিজেন লাইন ও বিদ্যুতের কনসিলে আগুন ধরে যায়
হুগলি: বাজ পড়ে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে আগুন লেগে চাঞ্চল্য এলাকায় । সোমবার বিকেলে চুঁচুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পড়ছিল, চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের পিছন দিকে তীব্র শব্দে হঠাৎ বাজ পড়ে। বজ্রপাতের অভিঘাতে হাসাপাতালের তিনতলায় ফিমেল জেনারেল ওয়ার্ডের ভিতর অক্সিজেন ও ইলেকট্রিক লাইনে ক্ষতি হয়। বাজ পড়ে অক্সিজেন লাইন ও বিদ্যুতের কনসিলে আগুন ধরে যায়। ঘটনাকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায় রোগী-সহ রোগীর পরিবারের লোকজনদের মধ্যে।
তড়িঘড়ি ওয়ার্ড থেকে সমস্ত রোগীকে বার করে নিয়ে যাওয়া হয় । হাসপাতালের অতিরিক্ত সুপার  খবর দেন দমকলে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তত ক্ষণে হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলে হাসপাতালের কর্মীরা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
হুগলি দমকল কেন্দ্রের স্টেশন অফিসার দেবাশীষ বিশ্বাস বলেন, ” বাজ পড়ে হাসপাতালের ওয়ার্ডের  অক্সিজেন ও বিদ্যুতের লাইনে আগুন লেগে যায়।তড়িঘড়ি হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজে লাগিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির বিষয়ে খতিয়ে দেখছেন তথ্য দফতরের সদস্যরা।”
advertisement
advertisement
হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন,”হাসপাতালে ফিমেল ওয়ার্ডের খুব কাছে বাজ পড়ে।  অক্সিজেনের পাইপ লাইন ও বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়। হাসপাতালে কর্মীরা তড়িঘড়ি আগুন নেভায়। হাসপাতালের ইলেকট্রিশিয়ান, টেকনিক্যাল টিম অক্সিজেন ও বিদ্যুতের লাইন মেরামতির কাজ করছে। সে সময় যাঁরা ওই ওয়ার্ডে ভর্তি ছিলেন, তাঁদের অন্যত্র সরানো হয়েছে।”
ঘটনার সময় ফিমেল ওয়ার্ডে ছিলেন মহামায়া কুন্ডু। তিনি পেশায় আয়া। তিনি বলেন, ” বাজ পড়ার পর বিকট শব্দ হল, তার পরেই আগুন ধরে যায় । আমি বিদ্যুতের মূল সুইচ বন্ধ করার জন্য চেঁচিয়ে সবাইকে ডাকি। নীচের তলা থেকে সবাই ছুটে আসে। আগুন নেভানো হয়। সময়মতো সব পদক্ষেপ না করা হলে বড় বিপদ হতে পারত।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 10:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: চুঁচুড়ার হাসপাতালে বাজ পড়ে বিপত্তি, ক্ষতিগ্রস্ত অক্সিজেন ও বিদ্যুতের লাইন


