Hooghly News: আর জি কাণ্ডের মাঝেই চিকিৎসা ব্যবস্থায় মিলল কেন্দ্রের বিশেষ স্বীকৃতি! পেল চুঁচুড়ার এক স্বাস্থ্য কেন্দ্র, কেন জানেন?
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
গত ২৩-২৫ অক্টোবর দিল্লীর স্বাস্থ্য মন্ত্রকের ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টারের দুই সদস্যের প্রতিনিধি হুগলি চুঁচুড়া এসেছিল।
হুগলি: আরজি কর আবহে যখন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ডামাডোল পরিস্থিতি, তার মধ্যেই নতুন নজির তৈরি করল হুগলি-চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তার মধ্যেই ভাল কাজের জন্য দিল্লীর শংসাপত্র পেল হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য কেন্দ্র।
গত ২৩-২৫ অক্টোবর দিল্লীর স্বাস্থ্য মন্ত্রকের ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টারের দুই সদস্যের প্রতিনিধি হুগলি চুঁচুড়ায় আসেন। পুরসভার ইউপিএইচসি-৩ যেটি মল্লিককাশেম হাট সায়রা মোড়ে অবস্থিত, সেই স্বাস্থ্য কেন্দ্রে জাতীয় স্তরের বাহ্যিক সমীক্ষা করেন। স্বাস্থ্য কেন্দ্রের কর্মী চিকিৎসক, নার্সদের সঙ্গে কথা বলেন। কী কী ওষুধ দেওয়া হয়, কোন মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হচ্ছে কিনা দেখার পাশাপাশি পরিষেবা নিতে আসা মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করেন স্বাস্থ্য কর্মীরা সেটাও দেখেন। রেজিস্ট্রার খাতা সহ যাবতীয় কাজ খতিয়ে দেখার পর দিল্লী ফিরে যান তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুন: ১০০ ভরি সোনা দিয়ে পথেই পুজো হয় মা কালীর, তাই নাম ‘পথের মা’! চমকে দেবে ঘটনা
এরপর দিল্লীর পার্সোনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্রডের অধীন কোয়ালিটি সার্টিফিকেট এসে পৌঁছায় পুরসভার স্বাস্থ্য কেন্দ্রে। NQAS এর এই শংসাপত্র আরও ভাল কাজের উৎসাহ যোগাবে বাকি স্বাস্থ্য কেন্দ্রগুলোকে এমনই জানান পুরসভার স্বাস্থ্য দফতরের চেয়ারম্যান ইন কাউন্সিল জয়দেব অধিকারী। এই বিষয়ে জয়দেববাবু বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ভালকরার জন্য সব সময় চেষ্টা করে পুরসভা। শহরে চারটে পুরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র বা ইউপিএইচসি আছে। এই পুরষ্কার বাকি স্বাস্থ্য কেন্দ্র গুলোকেও উৎসাহী করবে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 04, 2024 1:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: আর জি কাণ্ডের মাঝেই চিকিৎসা ব্যবস্থায় মিলল কেন্দ্রের বিশেষ স্বীকৃতি! পেল চুঁচুড়ার এক স্বাস্থ্য কেন্দ্র, কেন জানেন?
