গুজব ঠেকাতে জেলা প্রশাসনের পাশাপাশি প্রচারে ক্লাব-সংগঠনও

Last Updated:

হুগলী জেলা প্রশাসনের পাশাপাশি ক্লাব সংগঠনও মানুষকে সচেতন করতে প্রচারে ঝাঁপাল।

#হুগলী:  গুজব ঠেকাতে গতকাল, সোমবারই দাওয়াই দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্ত। আজ, হুগলী জেলা প্রশাসনের পাশাপাশি ক্লাব সংগঠনও মানুষকে সচেতন করতে প্রচারে ঝাঁপাল।হ্যান্ডবিল বিলির পাশাপাশি পোস্টারিং করে গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালাচ্ছে পান্ডুয়ার থইপাড়া ফ্রেন্ডস্ ক্লাব।
ক্লাবের সদস্যরা সকাল থেকে পান্ডুয়ার প্রত্যন্ত জায়ের,দ্বারবাসিনী,বৈঁচী- সহ একাধিক গ্রামে প্রচার চালায়। গত এক সপ্তাহ ধরে বলাগড়,পান্ডুয়া,পোলবা-দাদপুর,ধনিয়াখালি,সিঙ্গুর ব্লকের গ্রাম গুলোতে গুজবে ঘুম ছুটেছে গ্রামবাসীদের। রাত জেগে পাহারা চলছে গ্রামে গ্রামে।গুজব,কখনও ছেলেধরা,কখনও ডাকাত আবার কখনও দুষ্কৃতি বা জঙ্গীর।যার কোনও ভিত্তি নেই অথচ গ্রামের মানুষ তার খোঁজে হন্যে হয়ে ঘুরছে।ফল স্বরূপ বহিরাগত অপরিচিত কাউকে দেখলেই তার উপর নেমে আসছে আক্রমণ।
advertisement
গত শনিবার বলাগড়ের আসানপুরে এরকমই গুজবের জেরে কল্যানীর বাসিন্দা আগরপাড়া স্কুল শিক্ষিকা অপর্ণা ঘোষ ও তার মাকে শিশু চোর সন্দেহে গণ প্রহার গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।কালনা বা উত্তর-২৪ পরগনায় গুজবে মৃত্যুর ঘটনাও সামনে এসেছে।হুগলী সদর মহকুমা শাসক সুদীপ সরকার বলেন,এই ধরনের অনভিপ্রেত ঘটনা এড়াতে,আইন হাতে তুলে না নিতে জেলা প্রশাসনও ব্লকে ব্লকে শুরু করেছে প্রচার।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গুজব ঠেকাতে জেলা প্রশাসনের পাশাপাশি প্রচারে ক্লাব-সংগঠনও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement