Hooghly News: চুঁচুড়া ঠিক যেন দুবাই, গরম কমাতে অভিনব ব্যবস্থা, শহরবাসী অনেকটাই স্বস্তিতে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Hooghly News: রাস্তায় সে কী কাণ্ড, সে কী কাণ্ড ...
হুগলি: প্রচণ্ড গরমে হাঁস ফাঁস করছে গোটা রাজ্য ! গরম থেকে বাঁচতে রাস্তায় বেরোলে পথচারীরা নিচ্ছেন একধিক প্রটেকশন। তাতেও হার মানানযাচ্ছে না গরমের তীব্র দাবদাহকে! রুজি রুটিন টানে মানুষজন কে দহনজ্বালার মধ্যেই বেরোতে হচ্ছে কাজে। তীব্র গরমের মধ্যে শহরবাসীকে অল্প স্বস্তি দিতে অভিনব পদক্ষেপ নিয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা। দুবাইয়ের ধাঁচে পথ চলতি মানুষদের জল স্প্রে করা হচ্ছে রোদ থেকে বাঁচতে।
গোটা রাজ্যের পাশাপাশি হুগলি জেলার চুঁচুড়ার তাপমাত্রা ৪০ ডিগ্রী ওপর। এই প্রবল তাপপ্রবাহে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতেও মানা করছে স্বাস্থ্য দফতর। তবে রুটি রুজির টানে মানুষকে বাড়ির বাইরে বেরোতেই হচ্ছে। তীব্র গরম থেকে বাঁচার জন্য চোখ মুখ বেঁধে, মাথায় ছাতা নিয়েও স্বস্তি মিলছে না। দোরগোড়ায় লোকসভা ভোট। তাই এই প্রবল গরমেই চলছে ভোট প্রচার থেকে ভোটের সমস্ত কাজ।
advertisement
advertisement
advertisement
প্রার্থীরা যেমন এই গরমেই প্রচার চালাচ্ছেন। তেমন পুলিশ থেকে ভোটে নিযুক্ত কর্মীদেরও কাজ করতে হচ্ছে এই গরমেই। পথ চলতি মানুষজনের মুখে এখন একটাই কথা আর পারা যাচ্ছে না। বৃষ্টির আশায় রয়েছে সকলেই। বাইরে বেরোলে রাস্তার তাপ উঠছে।চুঁচুড়া পৌরসভার উদ্যোগে ওয়াটার স্প্রিংকলার গাড়ি নিয়ে চুঁচুড়া শহরের জনবহুল এলাকার বিভিন্ন রাস্তায় জল স্প্রে করা হল।
advertisement
এর ফলে সামান্য হলেও স্বস্তি মিলবে পথ চলতি মানুষদের।এই বিষয়ে হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দফতরের পুরপারিষদ জয়দেব অধিকারী বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে এই ওয়াটার স্প্রিংকলার গাড়িটি কেনা হয়েছিল। প্রচন্ড তাপদাহ চলছে তাই পুরসভার অন্তর্গত জনবহুল এলাকাগুলিতে ওয়াটার স্প্রে করা হচ্ছে। রাস্তা থেকে তীব্র গরমের তাপ উঠছে, এই জল স্প্রে করার ফলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে পথচারীরা
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 4:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: চুঁচুড়া ঠিক যেন দুবাই, গরম কমাতে অভিনব ব্যবস্থা, শহরবাসী অনেকটাই স্বস্তিতে