#অন্ডাল: মামাতো বোনের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে পিটিয়ে খুন। রড, শাবল দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে চার মামার বিরুদ্ধে। অন্ডালের চনচনি কোলিয়াড়ির রুইদাস পাড়ার ঘটনা। অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক। অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন স্থানীয়রা।
অন্ডালের রুইদাস পাড়ায় অনার কিলিংয়ের ছায়া। রড, শাবদ দিয়ে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ মামাদের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে।
- ওই দিন দ্বাদশ শ্রেণির ছাত্রীকে বাড়ির পাশ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়- ছাত্রীর উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ
এরপরই সোমবার ভোরে ২৩ বছরের ভূমিত রুইদাসের উপর তাঁর চার মামা চড়াও হয় বলে অভিযোগ।
- রড ও শাবল দিয়ে বেধড়ক মারধর করা হয়- ঘটনাস্থলেই মৃত্যু হয় ভূমিত রুইদাসের
দূর সম্পর্কের মামাতো বোনের সঙ্গে সম্পর্কের জেরেই খুন বলে অভিযোগ।
কয়েক জন প্রত্যক্ষদর্শী ভূমিতকে মারধর করতে দেখেন। এরপরই ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে। আগুনও লাগিয়ে দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ পিকেট বসান হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।