Paschim Bardhaman News: ছাগল চুরি করে পালানোর সময় জনতার তাড়া, উল্টে গেল হোন্ডা সিটি! রানিগঞ্জে তুলকালাম

Last Updated:

অণ্ডাল থেকে রানিগঞ্জের দিকে যাওয়ার সময় ছাগল চোরেদের ওই গাড়িটিকে ধাওয়া করেন স্থানীয়রা৷

রানিগঞ্জে ছাগল চুরি করে পালাতে গিয়ে দুর্ঘটনা৷
রানিগঞ্জে ছাগল চুরি করে পালাতে গিয়ে দুর্ঘটনা৷
দীপক শর্মা, রানিগঞ্জ: বিলাসবহুল গাড়ি নিয়ে এসে ছাগল চুরির চেষ্টা৷ গাড়িতে করে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোরেদের দলকে তাড়া করল জনতা৷ শেষ পর্যন্ত পালাতে গিয়ে দুটি মোটরসাইকেল এবং বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা মেরে শেষ পর্যন্ত উল্টে গেল ছাগল চুরি করে পালানো হন্ডা সিটি গাডি়!
শুক্রবার বিকেলে এমনই টান টান নাটকের সাক্ষী থাকল রানিগঞ্জের বক্তানগর এলাকা৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন কলকাতার দিক থেকে ওই হোন্ডা সিটি গাড়িটি এ দিন বক্তানগর এলাকায় আসে৷ গাড়ির ভিতরে তিন জন যুবক ছিল৷ বেশ কয়েকটি ছাগল গাড়িতে তুলে পালানোর চেষ্টা করে তারা৷
অণ্ডাল থেকে রানিগঞ্জের দিকে যাওয়ার সময় ছাগল চোরেদের ওই গাড়িটিকে ধাওয়া করেন স্থানীয়রা৷ জনতার তাড়া খেয়ে পালানোর সময় গাড়িটি প্রথমে একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা মারে৷ এর পর কয়েকজন পথচলতি মানুষকেও ধাক্কা মারে গাড়িটি৷
advertisement
advertisement
কিন্তু কিছুটা এগোতেই রাস্তা বন্ধ থাকায় পালানোর পথ পায়নি গাড়িটি৷ শেষ পর্যন্ত রাস্তার ধারে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে গাড়ি উল্টে যায়৷
গাড়িটি উল্টে যেতেই স্থানীয়রা ঘিরে ধরে ওই গাড়িটিকে। গাড়ির মধ্যে থাকা তিন চোরকে গণপ্রহার দেয় জনতা। পরে তাদের রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Bardhaman News: ছাগল চুরি করে পালানোর সময় জনতার তাড়া, উল্টে গেল হোন্ডা সিটি! রানিগঞ্জে তুলকালাম
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement